Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ৩ আগস্ট, ২০২০ , ১৮ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-২৫-২০২০

আরও দুই বিচারক করোনায় আক্রান্ত

আরও দুই বিচারক করোনায় আক্রান্ত

ঢাকা, ২৬ জুন- দেশের অধস্তন (নিম্ন) আদালতের আরও দুই বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন- ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সৈয়দ মাসফিকুল ইসলাম সজীব ও একই আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান। তারা দুজন এখন শারীরিকভাবে ভালো আছেন। এ নিয়ে দেশে নিম্ন আদালতে ২৮ জন বিচারক করোনায় আক্রান্ত হলেন। ইতোমধ্যে মারা গেছেন একজন।

ঢাকার দুই বিচারকের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।

তিনি বলেন, গত সোমবার সিজেএম আদালতের সব বিচারকের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার এর ফলাফল আসে। এর মধ্যে সিজেএম মাসফিকুল ইসলাম সজীবসহ দুই বিচারকের ফলাফল পজিটিভ আসে। তারা এখন শারীরিকভাবে সুস্থ আছেন। হোম কোয়ারেন্টাইনে থেকে তারা চিকিৎসা নেবেন।

এর আগে বুধবার (২৪ জুন) রাত ৮টায় লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ মৃত্যুবরণ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন জেলা জজ ফেরদৌস আহমেদ। তাকে প্লাজমাও দেয়া হয়েছিল।

এর আগে মঙ্গলবার (২৩ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেন, দেশের অধস্তন (নিম্ন) আদালতের ২৬ জন বিচারক ও ৭১ কর্মচারী এবং সুপ্রিম কোর্টের ২৬ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ দেশের আদালতগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন।

গত ২২ মে নেত্রকোনা জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির বিচারকদের মধ্যে সর্বপ্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এরপর মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান আক্রান্ত হন। বর্তমানে তারা দুজন সুস্থ হয়ে আবার কাজে যোগদান করেছেন।

গত ১৪ জুন করোনাভাইরাসে আক্রান্ত অধস্তন আদালতের কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়েছিলেন হাইকোর্ট প্রশাসন। এরপর সব জেলা জজ, মহানগর দায়রা জজ, সব বিভাগীয় স্পেশাল জজ/স্পেশাল জজসহ সংশ্লিষ্ট দফতর থেকে তথ্য আসে হাইকোর্টে।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/২৬ জুন

আইন-আদালত

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে