Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ , ২৭ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-২৪-২০২০

করোনায় মারা গেলেন মুক্তিযোদ্ধা ডা. মো. আলী আজগর

করোনায় মারা গেলেন মুক্তিযোদ্ধা ডা. মো. আলী আজগর

নারায়ণগঞ্জ, ২৪ জুন- করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারির চিকিৎসক (অবসরপ্রাপ্ত) এবং মুক্তিযোদ্ধা ডা. মো. আলী আজগর (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজধানী পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। নারায়ণগঞ্জ জেলা করোনা বিষয়ক কমিটির ফোকাল পারসন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মো. আলী আজগরের ভাগ্নে নাসির আহমেদ আহাদ বলেন, ডা. মো. আলী আজগর অবসর নেওয়ার পর থেকেই নগরীর ডিআইটি এলাকায় ইভা মেডিকেল হলে বসে রোগী দেখতেন। করোনা মহামারিকালেও তিনি রোগী দেখা বন্ধ করেননি। ধারণা করা হচ্ছে- সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

১০ থেকে ১২ দিন আগে তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। এজন্য তিনি প্রথমে তিনদিন বাড়িতে আইসোলেশনে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আজগর আলী হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল তিনি মারা যান।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ডা. মো. আলী আজগরকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন চিকিৎসক।

সূত্র : দেশ রূপান্তর
এম এন  / ২৪ জুন

নারায়নগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে