Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০ , ২০ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 2.9/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-১৬-২০২০

‘রোনালদোকে দেখেই প্যান্ট ভিজে যাচ্ছিল’

‘রোনালদোকে দেখেই প্যান্ট ভিজে যাচ্ছিল’

পেশাদার ক্যারিয়ারের শুরুতেই সম্ভাব্য প্রায় সকল সাফল্য নিজের করে নিয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো দ্য লিমা। মাত্র ২০ বছর বয়সেই জিতেছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার, বছরখানেকের মধ্যে গড়েছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হওয়ার রেকর্ড। তাও দুই দুইবার।

এসব সাফল্য যে এমনি এমনিই পেয়েছেন তা কিন্তু নয়। বল পায়ে ফুটবল মাঠে ক্ষিপ্র গতি আর দুর্দান্ত ফিনিশিংয়ের কারণে প্রতিপক্ষের কাছে এক আতঙ্কের নামই ছিলেন রোনালদো। তাও শুধু তার সমবয়সী ফুটবলারদের নন, অনেক বড় ফুটবলাররাও রীতিমতো ভয় পেতেন রোনালদোকে।

তেমনই একজন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার অ্যান্ডি কোল। ইংলিশ এ স্ট্রাইকারের খেলোয়াড়ি জীবনও কম সাফল্যময় নয়। ম্যান ইউ’র হয়ে ১৯৯৮-৯৯ মৌসুমের ট্রেবলসহ জিতেছেন মোট ৯টি বড় শিরোপা, করেছেন ১২১টি গোল।

তবু প্রথম যেদিন মুখোমুখি হন রোনালদোর, সেদিন অবস্থা খারাপ হয়ে গেছিল কোলের। ঘটনা ১৯৯৯ সালের। তখন রোনালদোর বয়স মাত্র ২৩, অন্যদিকে কোলের বয়স ২৮। পেশাদার ক্যারিয়ারের অনেক পথ পাড়ি দিলেও, রোনালদোকে দেখে প্যান্ট ভেজার যোগাড় হয়েছিল অ্যান্ডি কোলের।

বিউটিফুল গেমের পডকাস্টে কোল বলেছেন, ‘আমার মনে আছে, যখন আমি ইন্টার মিলানের বিপক্ষে খেলতে নেমেছিলাম এবং টানেলের মধ্যে দাঁড়িয়ে মাঠে ঢোকার অপেক্ষায় ছিলাম। আমি মিথ্যা বলবো, সেদিন আমার প্যান্ট ভিজে যাচ্ছিল প্রায়।’

তিনি আরও যোগ করেন, ‘আমি তাকে কতদিন ধরে দেখে আসছি। আমি একজন সত্যিকারের বল প্লেয়ারের কথা বলছি। তার ঝুলিতে সবকিছু ছিলো। আমি তাকে দেখে যেন ঠিক থাকতে পারছিলাম না। তবে পরক্ষণেই মনে হলো, আমি তার পাশে দাঁড়িয়ে আছি, একই মাঠে খেলতে নামবো! তার মানে আমার সামর্থ্যও অনেক উঁচু। এটা পরাবাস্তব।’

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৭ জুন

ফুটবল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে