Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ , ১৩ মাঘ ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (39 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-১৮-২০১৩

পিটার ও’টুলের জীবনাবসান

জেনিফার ডি প্যারিস


পিটার ও’টুলের জীবনাবসান

লন্ডন, ১৭ ডিসেম্বর- আইরিশ বংশোদ্ভুত হলিউডের কিংবদন্তি অভিনেতা পিটার ও’টুল আর নেই। ১৫ ডিসেম্বর ৮১ বছর বয়সে লন্ডনে মারা গেছেন তিনি।

১৯৬২ সালে মুক্তি পাওয়া হলিউডি সিনেমা ‘লরেন্স অফ অ্যারাবিয়া’তে অভিনয়ের মাধ্যমে খ্যাতি পান ও’টুল। ওই চলচ্চিত্রেই তিনি অভিনয়ের জন্য প্রথম অস্কার নমিনেশন পান। তার অভিনয় জীবনের শুরু ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটারের মাধ্যমে।

পাঁচ দশকেরও বেশি সময় ব্যাপ্ত অভিনয় ক্যারিয়ারে মোট আটবার অস্কার নমিনেশন পেয়েছিলেন তিনি।

২০০৩ সালে তাকে চলচ্চিত্রে ‘সবচেয়ে স্মরণীয় কয়েকটি চরিত্রে রূপদানের জন্য’ সম্মানসূচক অস্কারে ভ‚ষিত করা হয়।

চলচ্চিত্রে লরেন্স অফ অ্যারাবিয়ার পর তিনি অভিনয় করেছেন ‘দ্য লায়ন ইন দ্য উইন্টার’, ‘হাও টু স্টিল এ মিলিয়ন’-এর মতো সিনেমায়। লরেন্স অফ অ্যারাবিয়ায় অভিনয়ের জন্য তিনি বাফটা অ্যাওয়ার্ড জেতেন।

একজন বড়পর্দার অভিনেতা এবং মঞ্চ অভিনেতা হিসেবে আলাদাভাবে সমাদৃত হয়েছেন হলিউডে।

তার মুখপাত্র জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পরে রোববার ১৫ ডিসেম্বর লন্ডনের ওয়েলিংটন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ও’টুল।

 

হলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে