Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ , ৩০ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.8/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০৪-২০২০

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে করোনার থাবা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে করোনার থাবা

কলকাতা, ০৪ জুন- ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্ন’র  দুই গাড়িচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে বৃহস্পতিবার থেকে দুইদিন বন্ধ থাকবে নবান্ন।

ইন্ডিয়ান এক্সপ্রেসর খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার কার্যালয় নবান্ন দুইদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এ সময় নবান্নকে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের দুজন ড্রাইভারের দেহে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। তাই আগামী দুদিন পুরো কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই সময় আমরা কেউই কার্যালয়ে আসব না।’

পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতের এ রাজ্যে নতুন করে ৩৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে। আর এখানে ৬ হাজার ৫০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৯৫। এরপরই রয়েছে হাওড়া (৭২২), উত্তর ২৪ পরগনা (৫২১), হুগলি (২০৯), দক্ষিণ ২৪ পরগনা (১১৫)।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, ভারতে ২ লাখ ২১ হাজার ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাসটিতে ভারতের ৬ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : আমাদের সময়
এম এন  / ০৪ জুন

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে