Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১১ জুলাই, ২০২০ , ২৭ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০৪-২০২০

সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জ, ৪ জুন- সোনারগাঁ উপজেলার তালতলা পুলিশ ফাঁড়ির আব্দুল হান্নান (৫৫) কর্তব্য পালনকালীন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল রাতে এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর-জয়দেবপুর সড়কের সিংলাবো এলাকায় ট্রাকচাপায় তিনি নিহত হন। আহত হয়েছেন এএসআই মো. মিজানুর রহমান (৪৮), পুলিশ সদস্য মো. হুমায়ন (৪৬) ও পুলিশের ডিউটিতে ব্যবহৃত সিএনজিচালক মো. অলি (৩৫)।

জানা যায়, ৩ জুন বুধবার গভীর রাতে সোনারগাঁয়ের তালতলা বাজার পুলিশ ফাড়ির সদস্যরা ফাড়ির আওতাধীন এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো এলাকায় ডিউটি করার সময় গাউছিয়াগামী অজ্ঞাত একটি ট্রাক ডিউটিরত সিএনজির (নারায়ণগঞ্জ-থ ১১-১২৩৭) পেছন দিকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে আব্দুল হান্নান মারা যান এবং গুরুতর আহত হয়েছেন এএসআই মো. মিজানুর রহমান, পুলিশ সদস্য মো. হুমায়ন ও সিএনজিচালক মো. অলি। আহতদের মদনপুরস্থ বারাকাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সোনারগাঁ তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে নিষিদ্ধ সিএনজিতে ডিউটিতে বের হয় পুলিশ সদস্যরা। ডিউটি চলাকালীন ভোররাতে একটি মালবাহী ট্রাক ডিউটিতে থাকা সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হান্নান মারা যায়। নিহত আব্দুল হান্নানের বাড়ি মুন্সি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। 

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/৪ জুন

নারায়নগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে