Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ , ১২ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০৪-২০২০

জামালপুরে ৩০০ ছাড়াল করোনা রোগী

জামালপুরে ৩০০ ছাড়াল করোনা রোগী

জামালপুর, ৪ জুন- জামালপুরে গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বুধবার একদিনে সর্বোচ্চ ৫১ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার মধ্য দিয়ে জেলায় এ পর্যন্ত করোনার রোগী শনাক্ত হয়েছে ৩০৪ জন। জেলার সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

ডা. প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, গতকাল বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জামালপুরের একদিনে রেকর্ড সংখ্যক ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার মধ্যে বুধবার রাতে প্রথম দুই ব্যাচের প্রতিবেদনে জেলার ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জেলায় ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

বুধবার মধ্যরাতে রাতে আরেকটি ব্যাচের নমুনা পরীক্ষার প্রতিবেদনে জেলায় আরো ৩২ জনের করোনা পজিটিভ রোগী যুক্ত হয়। পরের ব্যাচে আসা প্রতিবেদনে জামালপুর জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইসলামপুরের একজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন। 

বুধবার একদিনে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৫১ জনের মধ্যে জেলার ইসলামপুর উপজেলায় ১৭ জন, বকশীগঞ্জে ১৫ জন, সদরে আটজন, সরিষাবাড়ীতে পাঁচজন, দেওয়ানগঞ্জে তিনজন, মাদারগঞ্জে দুইজন ও মেলান্দহ উপজেলায় একজন। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তরা নতুন করে আক্রান্তদের কয়েকজনকে প্রাতিষ্ঠানিক ও বাকিদের হোম আইসোলেশনের আওতায় এনেছেন।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস আরো জানান, গত ৫ এপ্রিল জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া গ্রামে প্রথম এক যুবকের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে গতকাল বুধবার পর্যন্ত দুই মাসে জেলার সাতটি উপজেলায় ৩০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি জামালপুর সদর উপজেলায় ৯১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ ছাড়া ইসলামপুরে ৫৪ জন, মেলান্দহে ৫৩ জন, বকশীগঞ্জে ৩৯ জন, সরিষাবাড়ীতে ২৭ জন, দেওয়ানগঞ্জে ২৪ জন ও মাদারগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত দুই নারীসহ করোনায় মারা গেছেন চারজন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩২ জন।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/৪ জুন

জামালপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে