Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১০ জুলাই, ২০২০ , ২৫ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০৩-২০২০

সিলেটের চার জেলায় আরও ৭৯ জনের করোনা শনাক্ত

সিলেটের চার জেলায় আরও ৭৯ জনের করোনা শনাক্ত

সিলেট, ০৩ জুন- সিলেট বিভাগের চার জেলায় একদিনে আরও ৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ৫৫ জন শনাক্ত হয়েছে। এছাড়া মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৬ জন ও হবিগঞ্জ ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার সিলেট ও ঢাকার তিন ল্যাবের পরীক্ষা রিপোর্টের পর এই বিভাগে মোট করোনা আক্রান্তের সংখা বেড়ে হয়েছে এক হাজার ২৩৮ জন।

এই বিভাগের মধ্যে ‘হটস্পট’ হয়ে উঠা সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮১ জন। এছাড়া সুনামগঞ্জে ২১৯ জন, হবিগঞ্জে ১৯৪ জন এবং মৌলভীবাজারে ১৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে সবমিলে ২৪ জন করোনায় মারা গেছেন এবং ৩২২ জন সুস্থ হয়েছে। বর্তমানে চার জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪২ জন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার ১৮২ জনের নমুনা পরীক্ষা হয়; যার মধ্যে ৫৫ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে। একদিনে সর্বোচ্চ শনাক্তের হিসেবে সিলেটে এটাই রেকর্ড। সিলেটে নতুন আক্রান্তদের দুই তৃতীয়াংশ নগরী ও সদর উপজেলার বাসিন্দা।

এদিকে বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ৬ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়। তিনি জানিয়েছেন, বর্তমানে তাদের ল্যাবে সুনামগঞ্জের নমুনাগুলো পরীক্ষা হচ্ছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানিয়েছেন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে পাঠানো জেলার বিভিন্ন জনের নমুনা রিপোর্ট এসেছে। এতে নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান নতুন দুইজন শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র : সমকাল
এম এন  / ০৩ জুন

সিলেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে