Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১০ আগস্ট, ২০২০ , ২৬ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২৭-২০২০

করোনা আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০০ ছাড়াল

করোনা আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০০ ছাড়াল

ঢাকা, ২৭ মে - করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বুধবার (২৭ মে) পর্যন্ত ৭০টি গণমাধ্যমের ২০১ জন কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে দুজনের। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। আর ৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার এবং জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়। এরপর মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ। তার বয়স হয়েছিল ৭০ বছর।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক বাংলাদেশের খবরের ফটোগ্রাফার এম মিজানুর রহমান খান।

করোনা আক্রান্ত গণমাধ্যমকর্মীরা হলেন-

১. ইন্ডিপেন্ডেন্ট টিভির ঢাকার ৫ জন সংবাদকর্মী, একজন ভিডিও এডিটর, একজন ক্যামেরাম্যান, চট্টগ্রাম ব্যুরো অফিসের একজন রিপোর্টার ও এক ক্যামেরাপার্সনসহ মোট আক্রান্ত ৯। সুস্থ দুজন।

২. যমুনা টিভির ২ জন রিপোর্টার, একজন উপস্থাপক এবং নরসিংদী প্রতিনিধিসহ মোট আক্রান্ত ৪। সুস্থ দুজন।

৩. দীপ্ত টিভির ৮ সংবাদকর্মী। সুস্থ ৬ জন।

৪. এটিএন নিউজের ১ জন রিপোর্টার (সুস্থ)।

৫. আমাদের নতুন সময়ের ৪ জন সংবাদকর্মী। সুস্থ একজন।

৬. একাত্তর টিভির ডেস্কের ৩ জন, ২ জন রিপোর্টার, একজন উপস্থাপক, একজন ক্যামেরাম্যান, একজন প্রডিউসার, গাজীপুর প্রতিনিধি এবং নোয়াখালীর একজন ক্যামেরাম্যানসহ মোট ১০। সুস্থ একজন।

৭. বাংলাদেশের খবরের ১ জন রিপোর্টার (সুস্থ)।

৮. দৈনিক সংগ্রামের একজন (সুস্থ)।

৯. মাছরাঙা টিভির একজন সংবাদকর্মী এবং সাধারণ সেকশন থেকে একজন কর্মকর্তাসহ আক্রান্ত ২ জন। সুস্থ একজন।

১০. নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক (সুস্থ)।

১১. রেডিও টুডের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি (সুস্থ)।

১২. ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ)।

১৩. চ্যানেল আইয়ের একজন সংবাদকর্মী, চট্টগ্রাম অফিসের ১ জন সংবাদকর্মী এবং অনুষ্ঠান বিভাগের একজনসহ আক্রান্ত ৩ জন। সুস্থ একজন।

১৪. দৈনিক প্রথম আলোর দুজন (সুস্থ)।

১৫. দৈনিক আলোকিত বাংলাদেশের একজন কর্মী এবং কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি (সুস্থ)।

১৬. নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের জামালপুর প্রতিনিধি (সুস্থ)।

১৭. দৈনিক আজকালের খবরের বামনা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ)।

১৮. নিউজ পোর্টাল বিবার্তার একজন সংবাদকর্মী (সুস্থ)।

১৯. দৈনিক ইনকিলাবের একজন সংবাদকর্মী (সুস্থ)।

২০. দৈনিক জনতার ৩ জন সংবাদকর্মী। একজন সুস্থ ।

২১. দৈনিক কালের কণ্ঠের ২ জন সংবাদকর্মী সুস্থ ১।

২২. এনটিভির ৩ জন রিপোর্টার, ২ জন নিউজ এডিটর, অনুষ্ঠান বিভাগের ১ জন কর্মকর্তা, ৬ জন ক্যামেরাম্যান, ২ জন সংবাদ উপস্থাপক, একজন মেকাপম্যান, অনুষ্ঠান বিভাগের আরও ৪ এবং অনলাইনের ১ জন ফটোগ্রাফারসহ মোট আক্রান্ত ২০ (সুস্থ ২)।

২৩. দৈনিক আমার বার্তার সম্পাদক (সুস্থ)।

২৪. আরটিভির ৪ জন সংবাদকর্মী (সুস্থ ২)।

২৫. বাংলাভিশনের একজন রিপোর্টার (সুস্থ)।

২৬. এসএ টিভির ঢাকয় ৩ জন সংবাদকর্মী, একজন কর্মকর্তা, একজন সাউন্ড এডিটর এবং গাজীপুর প্রতিনিধিসহ মোট ৬ জন।

২৭. দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন (মৃত), এবং দৈনিকটির আরও ৪ জন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের ৩ জন কর্মী। সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু করোনা উপসর্গে মারা গেছেন।

২৮. যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজের একজন সাব-এডিটর (সুস্থ)।

২৯. দৈনিক প্রতিদিনের সংবাদের একজন রিপোর্টার (সুস্থ)।

৩০. নতুন সময় টিভির (আইপিটিভি) একজন নিউজ প্রেজেন্টার (সুস্থ)।

৩১. দৈনিক দেশ রূপান্তরের ২ জন সংবাদকর্মী এবং চট্টগ্রাম অফিসের একজন ফটোগ্রাফারসহ আক্রান্ত ৩।

৩২. রেডিও আমারের একজন সংবাদকর্মী।

৩৩. দৈনিক ইত্তেফাকের ৭ জন সংবাদকর্মী, সম্পাদনা বিভাগের ২ জন, কম্পিউটার সেকশনের ৮ জন এবং সাধারণ সেকশনের ২ জন কর্মচারিসহ মোট ২১ জন (সুস্থ:১)।

৩৪. দেশ টিভির একজন সংবাদ উপস্থাপক।

৩৫. বিটিভির একজন কর্মকর্তা এবং ২ জন রিপোর্টারসহ আক্রান্ত ৩ (সুস্থ ১)।

৩৬. ডিবিসি নিউজের একজন সংবাদকর্মী (সুস্থ)।

৩৭. দৈনিক মানবজমিনের একজন সংবাদকর্মী।

৩৮. এটিএন বাংলার দুজন সংবাদকর্মী।

৩৯. সময় টিভির ৮ জন সংবাদকর্মী, চট্টগ্রাম অফিসের ১জন সংবাকর্মীসহ ১২ জন আক্রান্ত।

৪০. ডেইলি সানের ২ জন সংবাদকর্মী।

৪১. যায়যায়দিনের রিডিং সেকশেনের একজন (সুস্থ)।

৪২. ঢাকা ট্রিবিউনের ২ জন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের একজনসহ মোট ৩ জন।

৪৩. বাংলা ট্রিবিউনের রিডিং সেকশনের একজন।

৪৪. একুশে টিভির দুজন সংবাদকর্মী।

৪৫. চ্যানেল ২৪- এর ঢাকার ৬ জন সংবাদকর্মী, একজন লাইটম্যান, একজন সাউন্ড এডিটর এবং চট্টগ্রাম অফিসের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাম্যানসহ মোট ১০ জন।

৪৬. ডেইলি স্টারের একজন সংবাদকর্মী।

৪৭. বার্তা সংস্থা ইউএনবির চট্টগ্রাম প্রতিনিধি।

৪৮. নিউজ পোর্টাল বার্তা২৪ এর একজন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (সুস্থ)।

৪৯. এশিয়ান টেলিভিশনের দুজন ।

৫০. চট্টগ্রামের নিউজ পোর্টাল সিভয়েস২৪ডটকমের একজন রিপোর্টার।

৫১. নিউ ন্যাশনের ১ জন সংবাদকর্মী।

৫২. রেডিও ধ্বনির ১ জন সংবাদকর্মী।

৫৩. নিউজ পোর্টাল ঢাকা টাইমসের মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

৫৪. বাংলাদেশ প্রতিদিনের ৫ জন সংবাদকর্মী ও সাধারণ সেকশনের ৪ জনসহ মোট ৯ জন।

৫৫. আমাদের অর্থনীতির একজন সংবাদকর্মী।

৫৬. দৈনিক নয়া দিগন্তের একজন সংবাদকর্মী।

৫৭. জাগো নিউজের একজন সংবাদকর্মী।

৫৮. আমার কাগজের একজন সংবাদকর্মী।

৫৯. দৈনিক বণিক বার্তার কম্পিউটার সেকশনের একজন কর্মী।

৬০. দৈনিক খোলা কাগজের একজন সংবাদকর্মী ।

৬১. রেডিও কেপিটালের ৩ জন কর্মী।

৬২. অন্যদিগন্তের একজন সংবাদকর্মী।

৬৩. ঢাকা ডিপ্লোমেট ডটকমের একজন সংবাদকর্মী।

৬৪. দৈনিক জনকণ্ঠের একজন সংবাদকর্মী।

৬৫. নিউজ ২৪ এর একজন সংবাদকর্মী।

৬৬. দৈনিক সমকালের একজন কর্মকর্তা।

৬৭. দৈনিক নতুন সংবাদের একজন সংবাদকর্মী।

৬৮. দৈনিক মানবকণ্ঠের একজন সংবাদকর্মী।

৬৯. দৈনিক পূর্বকোণ (চট্টগ্রাম) ২ জন সংবাদকর্মী।

৭০. দৈনিক কর্ণফুলী (চট্টগ্রাম) ১ জন সংবাদকর্মী।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস।। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৪৪ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮ হাজার ২৯২। বুধবার (২৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এন এইচ, ২৭ মে

মিডিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে