Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ৬ জুলাই, ২০২০ , ২২ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২৬-২০২০

রাশিয়ান সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

রাশিয়ান সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

মস্কো, ২৬ মে- রাশিয়ার পূর্ব চুকোতকা অঞ্চলে বিমানবন্দরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) আনাদির কাছে চুকোতকা প্রধান বিমানবন্দরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি সামরিক ও বেসামরিক উভয় কাজেই ব্যবহার করা হতো।

স্থানীয় গভর্নর রোমান কোপিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও একজন প্রযুক্তিবিদ ছিলেন। তারা চারজনই ঘটনাস্থলে মারা গেছেন। রাশিয়ার বিভিন্ন সংস্থা জানিয়েছে, এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে রক্ষণাবেক্ষণজনিত কিছু কাজ শেষে পরীক্ষামূলক উড্ডয়ন চলছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা যায়, পরীক্ষামূলক উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/২৬ মে

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে