Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১১ জুলাই, ২০২০ , ২৬ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২৫-২০২০

সিলেটে করোনা আইসোলেশন সেন্টারে বৃদ্ধের মৃত্যু

সিলেটে করোনা আইসোলেশন সেন্টারে বৃদ্ধের মৃত্যু

সিলেট, ২৫ মে- করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) ঈদের দিন সকালে তার মৃত্যু হয়। মৃত বৃদ্ধ (৬৩) সিলেট মহানগরের দরগা মহল্লা এলাকার বাসিন্দা। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার (২৪ মে) সকালে জ্বর, সর্দি-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হন। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে রোববার সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। শনিবার করোনায় আরেক বৃদ্ধের মৃত্যু হয়।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৬৬৫ জন। সিলেট জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩১৮ জন। বিভাগের চার জেলার মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা সিলেট জেলায়। জেলায় করোনায় মোট মারা গেছেন ১০ জন।

বিভাগের অপর তিন জেলার মধ্যে মৌলভীবাজার জেলায় মারা গেছেন দুইজন, হবিগঞ্জ জেলায় একজন এবং সুনামগঞ্জ জেলায় কেউ মারা যাননি।

সুনামগঞ্জে করোনায় মোট আক্রান্ত ৯৮ জন, হবিগঞ্জে ১৫৯ জন ও মৌলভীবাজারে ৯০ জন।

সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৮ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৯৮ জন।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/২৫ মে

সিলেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে