Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১০ জুলাই, ২০২০ , ২৫ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২৪-২০২০

ফরিদপুরে আরও ২১ জনের করোনা শনাক্ত

ফরিদপুরে আরও ২১ জনের করোনা শনাক্ত

ফরিদপুর, ২৪ মে- ফরিদপুরে গত ২৪ ঘন্টায় মা-মেয়ে, বাবা-ছেলে ও মুক্তিযোদ্ধাসহ আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪৪ জনে।

শনিবার সকলে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব সূত্রে এ তথ্য জানা যায়। ফরিদপুরে নতুন করে যে ২১জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে জন ১৬ পুরুষ এবং ৫ নারী।

ফরিদপুরের ভাঙ্গায় নতুন করে শনাক্ত হয়েছে ৯ জন। এর মধ্যে রয়েছেন একজন মুক্তিযোদ্ধা (৬৫)। তিনি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। এ ছাড়া আক্রান্ত হয়েছেন বাবা (৪৮) ও ছেলে (৩০)।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহসীন উদ্দিন ফকির জানান, উপজেলার ঘারুয়া ইউনিয়নে ৩০ বছর বয়সী এক ব্যাক্তি করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। তিনি মাদারীপুরে  রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন। সে হিসেবে আজ ভাঙ্গায় মোট ১০জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে ফরিদপুর সদরে আক্রান্ত হয়েছেন আটজন। এর মধ্যে রয়েছে মা (৪০) ও দুই মেয়ে (১৭) ও (১৩)। শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার বহুতল বিশিষ্ট অবাসন ভবনে  ৪৮) ও (৩৮) বছর বয়সী দুইজন আক্রান্ত হয়েছেন।

ফরিদপুরে মোট শনাক্ত ১৪৪ জনের মধ্যে বোয়ালমারীতে ৩৪ জন, ফরিদপুর সদরে ৩৬ জন, নগরকান্দায় ২১ জন, আলফাডাঙ্গায় ১৮, ভাঙ্গায় ২২, চরভদ্রাসনে ৫, সদরপুরে ৪, মধুখালীতে ৩ এবং সালথায় ১ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর, ভাঙ্গা, বোয়ালমারী ও আলফাডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে যে ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। আক্রান্ত সকলের শারীরিক অবস্থা যাচাই করা হচ্ছে। শানাক্তদের বাড়িতে রেখে কিংবা শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থনান্তর করা হবে।

সূত্র : সমকাল
এম এন  / ২৪ মে

ফরিদপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে