Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ , ২৫ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২৪-২০২০

দানের ব্যাপারেও ‘সাইলেন্ট’ মাহমুদউল্লাহ

দানের ব্যাপারেও ‘সাইলেন্ট’ মাহমুদউল্লাহ

ঢাকা, ২৪ মে - বাংলাদেশ ক্রিকেট দলের ‘বিপদের বন্ধু’ কিংবা ‘সাইলেন্ট কিলার’ হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। দলের ঘোরতম বিপদের মুহূর্তে বারবার চওড়া হয়ে উদ্ধারকর্তার ভূমিকা নেয় মাহমুদউল্লাহর ব্যাট। যে কারণে ভক্ত-সমর্থকরাই তাকে খুশি হয়ে ডাকেন সাইলেন্ট কিলার হিসেবে।

তিনি শুধু ক্রিকেট মাঠেই নয়, মাঠের বাইরেও এবার ধারণ করেছেন সাইলেন্ট কিলার মূর্তি। করোনাভাইরাসে এ সংকটময় সময়ে নীরবে নিভৃতেই সাহায্য করে যাচ্ছেন অসহায়-অভাবী মানুষদের। এসব বিষয় সামনেও আনতে চান না মাহমুদউল্লাহ।

শনিবার রাতে ফেসবুক লাইভে বিষয়টি সামনে আনেন তামিম। তিনি বলেন, ‘রিয়াদ ভাই, আপনার একটা ডাক নাম আছে, সবাই জানে, সাইলেন্ট কিলার। আপনি আবার এ ক্ষেত্রেও (সাহায্য-অনুদান) খুব সাইলেন্ট। আমি হয়তো টুকটাক কিছু জানি। আপনি যদি এ বিষয়ে একটু কিছু বলেন।’

তামিমের এমন কথার পরেও নিজের দান করার বিষয়টি গোপনই রাখেন মাহমুদউল্লাহ। বরং তামিম-মাশরাফিদের নানান উদ্যোগের প্রশংসা করেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন, ‘মাশাআল্লাহ! মাশরাফি ভাই, তুই, মুশফিক, সাকিব...সবাই খুব ভালো কাজ করছিস। অনেকভাবে অনেক পরিসরে এ কাজগুলো হচ্ছে। তোদের সবার জন্য আমি খুব খুশি। আর আমি নিজের সাধ্যমতো যতটুকু পারা যায় চেষ্টা করেছি। এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চাই না। ছোট হলেও কিছুটা চেষ্টা করেছি আমি।’

তিনি ব্যক্তিগত পর্যায়ে কী কী সাহায্য-সহযোগিতা করেছেন তা জানার উপায় নেই। তবে সবার সঙ্গে মিলে জাতীয় দলের ক্রিকেটারদের করোনা তহবিলে দিয়েছিলেন নিজের এক মাসের বেতনের অর্ধেক টাকা। এছাড়া পঞ্চপান্ডবের উদ্যোগে দলের ম্যাসাজম্যানদের সাহায্যেও অংশ নিয়েছিলেন মাহমুদউল্লাহ।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৪ মে

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে