Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ , ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২০-২০২০

মানুষকে আশ্রয়কেন্দ্রে আনতে গিয়ে নৌকা ডুবে ভলান্টিয়ার নিখোঁজ

মানুষকে আশ্রয়কেন্দ্রে আনতে গিয়ে নৌকা ডুবে ভলান্টিয়ার নিখোঁজ

পটুয়াখালী, ২০ মে - ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। ক্ষণে ক্ষণে ভারী বৃষ্টিও হচ্ছে। এছাড়া বঙ্গোপসাগর ও পটুয়াখালীর নদ-নদীতে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে কলাপাড়ায় নৌকা ডুবে এক ভলান্টিয়ার নিখোঁজ হয়েছেন।

জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, কলাপাড়ার ধানখালী ৬নং ইউনিটের টিম লিডার শাহ আলম তার চার সহযোগীকে নিয়ে মানুষকে আশ্রয়কেন্দ্রে আনার জন্য ওই এলাকায় যান। পরে সেখানে কাউকে না পেয়ে তারা ফিরে আসছিলেন। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় তাদের নৌকাটি ডুবে যায়। এতে তিনজন উপরে উঠতে পারলেও এখন পর্যন্ত শাহ আলমকে উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছেছে। উপজেলা প্রশাসন কোস্টগার্ডকে খবর দিয়েছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সুপার সাইক্লোন পায়রা সমুদ্র বন্দর ও পটুয়াখালী জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া বিভাগ। এ পর্যন্ত পটুয়াখালীতে ২৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাত আঘাত হানতে পারে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২০ মে

পটুয়াখালী

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে