Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০ , ১৪ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১৯-২০২০

প্রসঙ্গ টেস্ট সিরিজ : সতর্ক-সাবধানী বিসিবি, আশাবাদী শ্রীলঙ্কা

প্রসঙ্গ টেস্ট সিরিজ : সতর্ক-সাবধানী বিসিবি, আশাবাদী শ্রীলঙ্কা

ঢাকা, ১৯ মে - বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই শুরু থেকেই সতর্ক-সাবধানী। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সেই মার্চের শেষ ভাগে লক ডাউন শুরুর পর থেকে যতবার মিডিয়ার মুখোমুখি হয়েছেন, ততবারই বলেছেন- বর্তমান পরিস্থিতিতে কোন সফর, সিরিজ বা টুর্নামেন্ট নিশ্চিত নয়। সব কিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর।

বলার অপেক্ষা রাখে না, করোনায় এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের দুটি সফরসূচি বাতিল হয়েছে। প্রথমে এপ্রিলে পাকিস্তানে একটি ওয়ানডে আর টেস্ট খেলার জন্য যাওয়ার কথা ছিল টাইগারদের, সেটা দুই বোর্ডের সন্মতিতে আপাততঃ স্থগিত রাখা হয়েছে। এরপর মে মাসে ছিল আয়ারল্যান্ডে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। সেটাও দুই বোর্ড মিলেই স্থগিত করেছে।

এখন সামনে জুলাই মাসে টাইগারদের শ্রীলঙ্কা সফরে যাবার কথা। সে সফর কি হবে? টাইগাররা কি জুলাইতে খেলতে শ্রীলঙ্কা যেতে পারবে?

সেটাও নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। করোনার ভয়াবহতা না কমলে কোনোভাবেই জুলাইতে জাতীয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কায় যাওয়া সম্ভব নয়। সূচিতে সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে।

তবে এখন পর্যন্ত দুই বোর্ডের কেউই সে সিরিজ বাতিল করেনি বা দু’বোর্ড মিলে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর স্থগিতের ঘোষণাও আসেনি।

এদিকে শেষ খবর, স্বাগতিক লঙ্কান বোর্ড বাংলাদেশ দলের তাদের দেশে খেলতে যাওায়ার স্থগিতাদেশ আনার প্রস্তাব দেয়নি। বরং তারা আশা ছাড়েনি এখনো। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনো আশাবাদী।

লঙ্কান ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ‘যেহেতু বিসিবির পক্ষ থেকে সিরিজ বাতিল বা স্থগিতের কোন প্রস্তাব আসেনি, তাই আমরা এখনো অপেক্ষার প্রহন গুনছি। আমরা বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায়।’

এদিকে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন জানিয়েছেন, ‘সবার ওপরে করোনা পরিস্থিতি মাথায় রাখতে হবে। দু’দেশের (বাংলাদেশ ও শ্রীলঙ্কার ) করোনা নিয়ন্ত্রনে যে স্বাস্থ্য নিয়মাবলী আছে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আমাদের অবশ্যই তা মেনে চলতে হবে।’

এরপরই আসে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া এবং আসা। এটা সম্পূর্ণ সরকারের এখতিয়ার। যতক্ষণ পর্যন্ত বিদেশ যাতায়াত অবারিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিদেশে খেলতে যাবার কোনই সম্ভাবনা নেই।’

বিসিবি সিইও আরও জানান, লঙ্কান বোর্ডের সাথে কথা চলছে। এর বাইরে আমাদের ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি হবার ব্যাপারও আছে। যেহেতু তারা এখন সবাই ঘরে বসা। তবে সেটা খুব বড় বিষয় নয়। তারা সময় মত নিজেদের তৈরি করে নিতে পারবে।’

মোটকথা, বিসিবি এখনো ধীরে চলো নীতিতে আছে এবং অবস্থা বুঝে ব্যবস্থা নেয়ার কথাই ভাবছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৯ মে

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে