Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১৫ জুলাই, ২০২০ , ৩১ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১৬-২০২০

এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল করোনায় আক্রান্ত

এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল করোনায় আক্রান্ত

ঢাকা, ১৬ মে - বেসরকারি টেলিভিশন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এখন তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বলে শুক্রবার এনটিভির একজন বিশেষ প্রতিনিধি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এর আগে এনটিভির দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান, দুজন নিউজ প্রেজেন্টার, একজন মেকআপম্যান, অনুষ্ঠান বিভাগের আরও তিনজনসহ মোট ১৫ জন আক্রান্ত হন।’

করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের সংখ্যা বেড়েই চলছে। শুক্রবার (১৫ মে) পর্যন্ত ৫০টি গণমাধ্যমের ১১৫ জন সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। সুস্থ হয়েছেন ২৫ জন।

দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ন কবীর খোকন করোনায় মারা যান। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২৯৮ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২০২ জন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জনে।

এন এইচ, ১৬ মে

মিডিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে