Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১৫ জুলাই, ২০২০ , ৩১ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১১-২০২০

নওগাঁয় চিকিৎসক-পুলিশসহ আরও আটজন করোনা আক্রান্ত

নওগাঁয় চিকিৎসক-পুলিশসহ আরও আটজন করোনা আক্রান্ত

নওগাঁ, ১১ মে - নওগাঁয় নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে একজন চিকিৎসক ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

সোমবার সকালে নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববারা রাত ৯টার দিকে ঢাকার আইইডিসিআর থেকে পাঠানো ইমেইলে ১৬৫টি নমুনার ফলাফল আসে। এরমধ্যে আটজনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী। পত্নীতলা উপজেলার চারজন, বদলগাছীর দুজন, মান্দার একজন ও ধামইরহাট উপজেলায় একজন।

নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছে যিনি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এছাড়া পুলিশের একজন এসআইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি জেলার পত্নীতলা থানায় কর্মরত আছেন।

তিনি আরও বলেন, নতুন আক্রান্ত আটজনের মধ্যে সাতজনই স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার ফলে করোনাভারাসে আক্রান্ত হয়েছেন। শুধু একজন সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। তিনি পত্নীতলা উপজেলার বাসিন্দা। জেলায় এ পর্যন্ত ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১১ মে

নওগা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে