Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ , ১১ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-০৫-২০১৩

শেখ হাসিনার সঙ্গে তরীকত নেতাদের সাক্ষাৎ


	শেখ হাসিনার সঙ্গে তরীকত নেতাদের সাক্ষাৎ

ঢাকা, ০৫ ডিসেম্বর- বিরোধী দলের বর্জনের মধ্যে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে যাওয়া তরীকত ফেডারেশনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

দলের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর নেতৃত্বে তরীকত নেতারা বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে আওয়ামী লীগের পাশ থাকার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন দলটির নেতারা।

তারা বলেন, এই আন্দোলনে খালেদা জিয়ার সঙ্গে জনগণ নেই। জঙ্গিরা এবং জামায়াত খালেদা জিয়ার সঙ্গে আছে। শান্তিপ্রিয় মানুষ শেখ হাসিনার সঙ্গে রয়েছে।

নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের অবরোধ কর্মসূচির মধ্যে নির্বাচনের পথে এগিয়ে চলছে আওয়ামী লীগ। তাদের  সঙ্গে তরীকতও নির্বাচনে অংশ নিচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, শেখ হাসিনা বিরোধী দলের ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলে শান্তি রক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরেছেন।    

শেখ হাসিনা বলেন, “মানুষ পোড়ানো আর দেশের অর্থনীতি ধ্বংস করা বিএনপি-জামাতের এটা কী রাজনীতি?”

তিনি বলেন, “আমাদের সরকার দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে মুক্ত করেছে। বাংলাদেশসহ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তার সরকার কাজ করে যাচ্ছে।”

টিআইবির সূচকে দুর্নীতি বাংলাদেশের অবস্থান তিন ধাপ এগিয়ে থাকার তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “দুর্নীতি কমেছে। এটা স্বীকার করতে অনেকের কষ্ট হয়।”

আগামী নির্বাচনের বিষয়ে শেখ হাসিনা বলেন, “ভোট কেড়ে নেয়ার মানসিকতা আমাদের কখনোই ছিল না, এখনো নেই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা সবসময় আন্দোলন করেছি।”

তরীতের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও উপস্থিত ছিলেন।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে