Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৯ মে, ২০২০ , ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-০৬-২০২০

সুস্থ হয়ে ওঠা তিনজন আবার করোনায় আক্রান্ত

সুস্থ হয়ে ওঠা তিনজন আবার করোনায় আক্রান্ত

মাদারীপুর, ৬ এপ্রিল- মাদারীপুরের শিবচর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা তিনজনের শরীরে আবারো করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই তিনজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠা ইতালিফেরত যুবকের সংস্পর্শে এসেছিলেন। দ্বিতীয়বার আক্রান্ত তিনজন ইতালিফেরত ওই যুবকের স্ত্রী, শাশুড়ি ও বন্ধু।

এ ছাড়া সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন একজন। তিনি ইতালিফেরত যুবকের শ্বশুর। চারজনের মধ্যে তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। ইতালিফেরত যুবকের স্ত্রীকেও ওই হাসপাতালে আনা হচ্ছে।

শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান বলেন, ‘ছাড়পত্র পাওয়ার পর আবারো সংক্রমিত হওয়ায় স্বাভাবিকভাবেই আমাদের উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। আজ সোমবার দুপুর ২টার পর ওষুধ দোকান ছাড়া সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। চিফ হুইপ মহোদয়ের ঘরে ঘরে খাবার দেওয়া কর্মসূচি অব্যাহত থাকবে।’

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ‘তিনজনকে সদর হাসপাতালের আইসোলোশনে রাখা হয়েছে। আরও এক প্রবাসীসহ তিনজনকে আইসোলেশনে নেওয়ার প্রক্রীয়া শুরু হয়েছে।’

পুলিশ সুপার মো. মাহবুব হাসান বলেন, ‘শিবচরের সকল প্রবেশদ্বারসহ সকল সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ওষুধের দোকান ছাড়া সকল দোকান দুপুর ২টা থেকে বন্ধ থাকবে।’

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার পর শিবচরকেও আমরাও লগডাগন ঘোষণা দিয়েছি। ছাড়পত্র পাওয়ারাই আবারো আক্রান্ত হওয়ায় তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে। জনগণকে ঘরে রাখতে আমরা কঠোর থাকব। চিফ হুইপ স্যার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।’

এ বিষয়ে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মুঠোফোনে বলেন, ‘এমন পরিস্থিতিতে সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলতে হবে। সবাইকে যার যার ঘরে থাকতে হবে।’

সূত্র : আমাদের সময়
এম এন  / ০৬ এপ্রিল

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে