Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২৭ মে, ২০২০ , ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-০৫-২০২০

চাকরিহারা প্রবাসীদের সরকার প্রণোদনা দেবে

চাকরিহারা প্রবাসীদের সরকার প্রণোদনা দেবে

ঢাকা, ০৫ এপ্রিল- করোনাভাইরাসের কারণে চাকরি হারানো প্রবাসী শ্রমিকদের আর্থিক প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। রোববার (৫ এপ্রিল) এ প্রণোদনা দেয়ার কথা জানান তিনি।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোতে স্থানীয় জনগণের মতো অবস্থানরত প্রবাসীরাও লকডাউনে সমস্যার মধ্যে রয়েছে। এ সময়ের ধাক্কা সামাল দিতে তাদের নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। প্রবাসী কর্মীদের খাদ্য, আবাস, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনে বাংলাদেশ সরকার এ অর্থ সহায়তা দেবে।বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো চাহিদা দেওয়ার পর সহায়তার পরিমাণ নির্ধারণ হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশে করোনাভাইরাস ঠেকাতে লকডাউন অব্যাহত রয়েছে। প্রবাসীদের কাজ বন্ধ। নিজ গৃহে বসবাস করতে হচ্ছে। অনেকের নিয়োগকর্তা বেতন, খাদ্য, বাসস্থান, মেডিসিন ইত্যাদি দিচ্ছেন। কিন্তু যাদের নির্দিষ্ট নিয়োগকর্তা নেই, এখানে সেখানে কাজ করছে তাদের আয় নেই, করোনা সংক্রমিত হওয়ার ভয়ে বাইরে যেতে পারছেন না, তাদের মূলত দিন যতই যাচ্ছে দুশ্চিন্তা ততই বাড়ছে। তারা না পারছে দেশে যেতে, না পারছে আয় করতে। সরকারের এ ঘোষণা তাদের জন্য কিছুটা হলেও স্বস্থি ফিরে আসবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রভাবে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় নতুনটি ৪টিসহ মোট ৫টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রণোদনা প্যাকেজে প্রায় ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা দেবে সরকার। অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় নতুনটি চারটিসহ মোট পাঁচটি প্যাকেজে প্রায় ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র: পূর্বপশ্চিমবিডি

আর/০৮:১৪/৫ এপ্রিল

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে