Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ , ২৯ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 2.9/5 (16 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-০২-২০২০

যুক্তরাজ্যে আরও দুই বাংলাদেশির মৃত্যু, সংখ্যা বেড়ে ১৯

হেফাজুল করিম রকিব


যুক্তরাজ্যে আরও দুই বাংলাদেশির মৃত্যু, সংখ্যা বেড়ে ১৯

লন্ডন, ০৩ এপ্রিল- যুক্তরাজ্যে নতুন করে আরও দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট ১৯ জন বাংলাদেশি প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেলেন। সামাজিকমাধ্যম ফেসবুকে মৃতদের স্বজনরা এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে মারা যান লন্ডনের কেমডেনের বাসিন্দা মোহাম্মদ সিরাজ উদ্দিন (৬০)। স্থানীয় ইউস্টন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বাংলাদেশে তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের নিজ মান্দরুকা গ্রামে।

প্রসঙ্গত, এর আগে গত ২৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজ উদ্দিনের বড় ভাই মনির উদ্দিনের (৬৫) মৃত্যু হয়।

বার্মিংহামের একটি হাসপাতালে মারা যান হাজী মো. নোয়াজ উল্লা (৫৫)। সুনামগঞ্জের দিরাই উপজেলার বদলপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

যুক্তরাজ্যে আজ বৃহস্পতিবার আরও ৫৬৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯২১ জনে। মোট আক্রান্ত ৩৩ হাজার ৭১৮ জন। সুস্থ হয়েছেন ১৩৫ জন।

এখন পর্যন্ত দেশটিতে এক লাখ ৬৩ হাজার ১৯৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। অন্তত ৭০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের গ্রেট অর্মন্ড স্ট্রিট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আর/০৮:১৪/৩ এপ্রিল

যুক্তরাজ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে