Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৩০ মে, ২০২০ , ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-৩১-২০২০

রাজশাহীতে ফোনেই প্রাথমিক পরামর্শ পাবেন রোগীরা

রাজশাহীতে ফোনেই প্রাথমিক পরামর্শ পাবেন রোগীরা

রাজশাহী, ৩১ মার্চ- রাজশাহীতে এখন থেকে হাসপাতালে না গিয়েও সব বিষয়ে মোবাইল ফোনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন রোগীরা।

করোনাভাইরাস নির্ণয় ও চিকিৎসা প্রদানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আজিজুল হক আজাদকে আহ্বায়ক করে ১৫ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

এই চিকিৎসকদের সরাসরি কল করে ২৪ ঘণ্টা যে কোনো বিষয়ে পরামর্শ নেয়া যাবে।

এছাড়া করোনাভাইরাস সংশ্লিষ্ট বিষয়ে রামেক হাসপাতালে তথ্য আদান-প্রদান ও প্রাপ্ত তথ্যাদি রেজিস্টারভুক্ত করার জন্য পাঁচটি হটলাইন নম্বর চালু করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ নওসাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেক হাসপাতাল থেকে কোনো রোগীকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয়া হবে না। সবার চিকিৎসা যথাযথভাবে হবে। যারা হাসপাতালে আসতে চান না তারা মোবাইল ফোনে চিকিৎসা বা পরামর্শ নিতে পারবেন। এ জন্য ১৫ জন চিকিৎসকের নম্বর প্রস্তুত করা হয়েছে।

চিকিৎসা কমিটির ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ও নম্বর হচ্ছে- ডা. আজিজুল হক আজাদ (০১৭১৫৩৬৭৮৪৪), ডা. জহুরুল হক (০১৭১২০০০৯১৮), ডা. সৈয়দ মাহাবুব আলম (০১৭১১০৭৪২৬৬), ডা. হারুন অর রশীদ (০১৭১১৯০৪৭৭৮), ডা. মাহাবুবুর রহমান (০১৭৬৩২৪৮৪৪৮), ডা. প্রবীর মোহন বসাক (০১৭১২৪১৬৮৬২), ডা. আখতারুল ইসলাম (০১৭১২৬২২৭১৬), ডা. আমজাদ হোসেন (০১৭১২৬৮৫৩৫০), ডা. মোহাইমেনুল হক (০১৭১৩৩২৬১৯৭৫), ডা. রেজাউল ইসলাম (০১৭১১৫৭৭৫৬৩), ডা. নাজনীন পারভীন (০১৭১১১৮০২৩৮), ডা. সেলিম খান (০১৭১৩২২৮৩৮৩), ডা. আমজাদ হোসেন প্রাং (০১৭১৮১৬৭৮১৯), ডা. রকিবুল ইসলাম (০১৯১৪৯৫৭৬৪৭) ও ডা. সিদ্দিকুর রহমান (০১৭১৬০৩৪৮১৪)।

এ ছাড়াও রামেক হাসপাতালের হটলাইন নম্বরগুলো হচ্ছে- শনিবার ০১৭১৫৫৪৫৫৭২, ০১৭৩৪১৯৫৯৯৯ রোববার ০১৭৪৪৫৯৫৮৪২, ০১৭১৬৫৩৬৬৫৬, সোমবার ০১৭৪৪৫৯৫৮৪২, ০১৭১৫৮৪১২৬৬ মঙ্গলবার ০১৭৬৫৭০৯৪৪০, ০১৭৮২৯১৬৮৯১, বুধবার ০১৭৩৪১৯৫৯৯৯, ০১৯১৯৯৮১৯৪০, বৃহস্পতিবার ০১৭১১৯৮১৯৪১, ০১৭৪৪৫৯৫৮৪২ এবং শুক্রবার ০১৭৪৪৫৯৫৮৪২, ০১৭১২৫৫৯৬৭৩।

সূত্র : যুগান্তর
এম এন  / ৩১ মার্চ

রাজশাহী

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে