Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ৫ জুন, ২০২০ , ২২ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-২৮-২০২০

ম্যাকবুক, আইম্যাকেও আসতে পারে ফেইস আইডি

ম্যাকবুক, আইম্যাকেও আসতে পারে ফেইস আইডি

ম্যাকবুক এবং আইম্যাক ডিভাইসে ফেইস আইডি যোগ করতে পারে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

অ্যাপল প্রথম এই বায়োমেট্রিক নিরাপত্তা ফিচারটি যোগ করে আইফোন এক্স-এ। এরপর থেকে সব আইফোনেই স্ট্যান্ডার্ড ফিচার করা হয়েছে এটি।

এর আগে অ্যাপল বলেছিল, অন্যান্য আরও ডিভাইসে প্রতিষ্ঠানটি ফেইস আইডি যোগ করবে। এবার প্রতিষ্ঠানের নতুন পেটেন্ট থেকে ধারণা পাওয়া যাচ্ছে কিছু ম্যাকবুকে আনা হবে এই ফিচারটি-- খবর আইএএনএস-এর।

পেটেন্ট আবেদনে ফেইস আইডিকে বর্ণনা করা হয়েছে “লাইট রিকগনিশন মডিউল ফর ডিটারমাইনিং এ ইউজার অফ এ কম্পিউটিং ডিভাইস।”

পেটেন্টে স্পষ্টভাবেই একটি সেন্সরের বিস্তারিত বর্ণনা করা হয়েছে যা একটি ল্যাপটপের লিডে বসানো থাকবে এবং ব্যবহারকারীকে শনাক্ত করবে। পেটেন্টের ছবিতে সেন্সর বসানো ম্যাকবুক এবং আইম্যাক দু’টো ডিভাইসই দেখা গেছে।

পেটেন্টে আবেদনে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, “এই জটিল ফাংশনগুলোর মাধ্যমে গ্রাহকের সংবেদনশীল ডেটা কম্পিউটিং ডিভাইসে জোগাড় করা হবে এবং মজুদ করা হবে। অননুমোদিত ব্যবহারকারী যাতে গ্রাহকের সংবেদনশীল ডেটা অ্যাকসেস করতে না পারেন সজন্য এই কম্পিউটিং ডিভাইসগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদ্ধতি থাকতে পারে।”

পাশাপাশি পেটেন্ট আবেদনে একটি আইম্যাকে আইফোনের মতো পর্দায় নচ দেখা গেছে। ফেইস আইডির জন্য বিভিন্ন সেন্সর বসানো হতে পারে ওই নচের জায়গায়।

আর/০৮:১৪/২৮ মার্চ

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে