Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ , ২৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-২৮-২০১৩

আবুল সঙ্গে কপাল পুড়েছে যাদের!


	আবুল সঙ্গে কপাল পুড়েছে যাদের!
ঢাকা, ২৯ নভেম্বর- নানাবিধ বিতর্কের কারনে এবার বাদ পড়লেন বেশ কয়েকজন মন্ত্রী। পদ্মা সেতু কেলেঙ্কারির জন্য বহুল আলোচিত সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন, তারই প্রতিষ্ঠান সাকোর এক সময়ের কর্মকর্তা আইসিটি মন্ত্রী মোস্তফা্ ফারুক মোহাম্মদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বাদ পড়েছেন। শারীরিক অসুস্থতার কারনে বাদ দেয়া হয়েছে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার ও সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদকে। এছাড়া বিতর্কিত বেশ কয়েকজন সংসদ সদস্যকে মনোনয়ন তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
 
যাদের বাদ দেয়া হয়েছে তারা হলেন দিনাজপুর-৬ আসনের ড. আজিজুল ইসলাম, রংপুর-৬ আসনের আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ-২ মু. জিয়াউর রহমান, রাজশাহী-২ আসনের মেরাজউদ্দিন মোল্লা, সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম পাবনা-২ আসনের একে খোন্দকার, কুষ্টিয়া-৩ কেএইচ রশিদুজ্জামান দুদু (শারীরিক বিবেচনায়)।
 
এছাড়াও মেহেরপুর-১ জয়নাল আবেদীন, কুষ্টিয়া-৪ সুলতানা তরুন, ঝিনাইদহ-৪ আব্দুল মান্নান, সিরাজগঞ্জ-১ তানভীর শাকিল জয় (বাবা মোহাম্মদ নাসিমকে ছেড়ে দেয়া হয়েছে)। যশোর-২ মোস্তফা্ ফারুক মোহাম্মদ, যশোর-৩ খালেদুর রহমান টিটু, যশোর-৬ শেখ আব্দুল ওহাব, নড়াইল-২ এসকে আবু বাকের, বাগেরহাট-৩ হাবিবুন নাহার খালেক (স্বামীকে আসন ছাড়া হয়েছে), খুলনা-১ ননী গোপাল মণ্ডল, খুলনা-৪ মোল্লা জালাল উদ্দিন, খুলনা-৬ সোহরাব আলী সানা।
 
সাতক্ষীরা-১ শেখ মুবিজুর রহমান, পটুয়াখালী-৩ গোলাম মওলা রণি, পিরোজপুর-১ অধ্যক্ষ শাহ আলম, জামালপুর-৪ ডা. মুরাদ হাসান, ময়মনসিংহ-২ হায়াতোর রহমান খান, ময়মনসিংহ-১০ ক্যাপ্টেন গিয়াস উদ্দিন, নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী, নেত্রকোনা-২ মো. আলী আশরাফ খান খসরু, নেত্রকোনা-৩ মঞ্জুর কাদের কোরেশী, কিশোরগঞ্জ-২ অধ্যাপক এমএ মান্নান, মানিকগঞ্জ-১ এবিএম আনোয়ার, মুন্সিগঞ্জ-৩ এম ইদ্রিস আলী ঢাকা-১৯ মুরাদ জং, নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ-৪ সারাহ বেগম কবরী।
 
ফরিদপুর-৪ নিলুফার জাফর উল্লাহ (স্বামীকে ছেড়ে দিতে হয়েছে), মাদারীপুর-৩ সৈয়দ আবুল হোসেন, সুনামগঞ্জ-৪ মতিউর রহমান, সিলেট-৫ হাফিজ আহমেদ মজুমদার, হবিগঞ্জ-৪ এনামুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৪ মোহাম্মদ শাহ আলম, চাঁদপুর-২ মো. রফিকুল ইসলাম।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে