Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.2/5 (29 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-২১-২০১১

জর্জিয়া বাংলাদেশ সমিতির বিজয় দিবস উদযাপন

বশীর উদ্দীন আহমেদ


জর্জিয়া বাংলাদেশ সমিতির বিজয় দিবস উদযাপন
গত ১৮ ডিসেম্বর বোববার বাংলাদশে এসোসিয়েশন অব্ জর্জিয়ার উদ্দোগে স্হানীয় ব্রায়ারউড্ মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ৪০তম বিজয় দিবস।প্রামান্য চিত্র প্রদর্শনসহ নাচে গানে ভরপূর জাকজামকপূর্ণ অনুষ্টানে উল্লেখযোগ্য সংখ্যক নারী পুরুষ ও শিশু কিশোর অংশ গ্রহন করেন।অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জর্জিয়া সমিতির প্রাক্তন সভাপতি মিণ্টু রহমান,প্রাক্তন সাধারণ সম্পাদক আবু লিয়াকত হোসেন,প্রাক্তন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ফটো জার্ণালিষ্ট জনাব আলী হোসেন,প্রাক্তন সভানেতৃ মিসেস নাদীরা রহমান,কবি গোলাম রহমান,বিশিষ্ট সাংবাদিক শিকদার মনজিলুর রহমান,সহ-সভাপতি বাবু রণজিত বিশ্বাস, সোনালী এক্সচেঞ্জের ভূতপূর্ব ব্যবস্হাপক জনাব আমীর হোসেন,বর্তমান ব্যবস্হাপক জনাব বুরহান উদ্দীন,হারুণ রশিদ, ইব্রাহীম খলিল পলাশ,প্রাক্তন সভাপতি ডঃ আউয়াল ডি খান,এডভোকেট মোসলেম উদ্দীন মৃধা,মাহবুব ভূঞ্া, নাজমুল হীরা,শেখ জামাল,মোস্তাক আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী নূর জিন্নাহ,মনির মেহরান, শরীফ আহমেদ সহ অন্যান্য কমিনিটি নেতৃবর্গ।ব্যাপক অংশ গ্রহনের মাধ্যমে অনুষ্টানকে সর্বাঙ্গ সুন্দর ও সাফল্যমন্ডিত করে তুলার জন্য জর্জিয়াবাসিকে আন্তরীক ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সভাপতি মিঠূ আব্বাস ও সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম।নৈশভোজের মাধ্যমে অনুষ্টানের সমাপ্ত হয়।

যূক্তরাষ্ট্র

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে