Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২৯ মার্চ, ২০২০ , ১৫ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২৪-২০২০

১০ জনের ৯ জন শিশুই সহিংস শাসনের শিকার 

১০ জনের ৯ জন শিশুই সহিংস শাসনের শিকার 

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি - দেশে ১৫ বছরের নিচে প্রতি ১০ জনের ৯ জন শিশুই কোনো না কোনোভাবে সহিংস শাসনের শিকার। অভিভাবক ও সেবা প্রদানকারীরাই শিশুদের ওপর এ সহিংস শাসন করে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিবিএস ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের করা এক যৌথ জরিপের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) মাধ্যমে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘একটি সমৃদ্ধ মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ধরে রাখার জন্য আরও দ্রুত ‘মানের সঙ্গে অগ্রগতি’ প্রয়োজন। শিক্ষা ও খাবার পানির গুণগতমান, শিশু বিয়ের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতার মতো বিষয়গুলো ব্যাপকভাবে বিস্তৃত ‘সুরক্ষামূলক’ বিষয় হিসেবে রয়ে গেছে। অন্যদিকে, শিশুদের প্রতি সহিংস শাসন বেড়েছে আশঙ্কাজনকভাবে।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘শৈশবকালীন খর্বাকৃতির নিম্নগামী হার এর মধ্যে ইতিবাচক উন্নতিগুলোর একটি ছিল। যা ২০১৩ সালের ৪২ শতাংশ থেকে ২০১৯ সালে ২৮ শতাংশে নেমে আসে।’

পরিসংখ্যানে আরও দেখা যায়, বাংলাদেশে গত ৩০ বছরে সব ধরনের শিশুর মৃত্যুর (প্রসব পরবর্তী অবস্থায়, নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী) নিম্নমুখী প্রবণতায় রয়েছে।

ইতিবাচক ফলাফলের দিক হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশুদ্ধ খাবার পানির প্রাপ্যতা, টয়লেট ব্যবহারের সুযোগ ও ব্যবহারের হার বৃদ্ধি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার এবং জন্ম নিবন্ধনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌনেন্দ্র নাথ চক্রবর্তীর মতে, ‘এবারের এমআইসিএস সার্ভে থেকে পাওয়া নতুন উপাত্তসমূহ মধ্যম আয়ের একটি দেশ হিসেবে বাংলাদেশে শিশুদের উন্নতির জন্য উপাত্তভিত্তিক জনমত ও নীতি প্রণয়নকে তুলে ধরা অব্যাহত রেখেছে।’

ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অ্যালেন বালান্ডি ডোমস্যাম বলেন, ‘এসডিজির যে মূলনীতি– ‘কেউ পিছিয়ে পড়বে না’ তার আলোকে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় ‘যারা পিছিয়ে আছে’ তাদের চিহ্নিত করতে এবং সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিতে এমআইসিএস ২০১৯-এ উঠে আসা তথ্য আমাদের দারুণভাবে সহায়তা করবে।’

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৫ ফেব্রুয়ারি

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে