Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (27 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-২১-২০১১

জর্জিয়ায় ৪০তম বিজয় দিবস উদ্জাপিত

বশীর উদ্দীন আহমেদ


জর্জিয়ায় ৪০তম বিজয় দিবস উদ্জাপিত
জর্জিয়া আওয়ামী লীগের(ইউএসএ ইনক্)উদ্দোগে বিপুল উত্সাহ উদ্দীপনায় ও ধুমধামে জর্জিয়ার রাজধানী আটলাণ্টায়  পালিত হয় ৪০তম বিজয় দিবস।গত ১৮ই ডিসেম্বর রোববার স্হানীয় বার্কমার হাই স্কুল অডিটরিয়ামে অনুষ্টীত বিজয় দিবসের অনুষ্টান  বিপুল সংখ্যক নারীপুরুষ ও শিশু কিশোরের কলকাকলিতে ছিল মূখরিত। বিজয় মেলায় সভাপতিত্ব করেন সভাপতি এম মাওলা দিলু, প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন যূক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্টাতা সহসভাপতি বর্ষীয়ান নেতা জনাব আজিজুর রহমান।শুভেচ্ছা বক্তব্য শেষে জনাব মশীউর রহমান চৌধুরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।পরিবেশিত হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত।স্বাধীনতা যুদ্ধে প্রাণ উত্সর্গকারী শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিটের নীরবতা পালন করা হয়।এএইচ রাসেলের পরিচালনায় অনুষ্টীত প্রানবন্ত আলোচনায় অংশ গ্রহন করেন সর্বজনাব জনাম মো: জীলানী,এএইচ রাসেল,মাইসুন মালিহা,শাহীন হোসেন,সালাউদ্দীন জামিল,খান মাসুদুর রহমান,আজিজুর রহমান ও এম মাওলা দিলু প্রমূখ নেতৃবৃন্দ।
দ্বিতীয়ার্ধে ছিল মনমুগ্ধকর সাংষ্কৃতিকানুষ্টান।যৌথভাবে উপস্হাপনা করেন জনাব আরিফ আহমেদ ও মাইসুন মালিহা।শিশু শিল্পীদের অংশ গ্রহনে নাচ গান দর্শকদের বিমূধগ্ধ করে।অনুষ্টানের প্নধান আকর্ষন  স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্বনাম ধন্য জনপ্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায় ও সুদুর লন্ডন থেকে আগত তরুণ প্রজন্মের উদীয়মান কণ্ঠশিল্পী সাইফুল উদ্দীনের অনবদ্য পরিবেশনায় হল ভর্তি দর্শক মন্ডলী বিজয়ের আনন্দে মেতে উঠেন।মথ্যরাত পর্যন্ত অনুষ্টান চলছিল।

যূক্তরাষ্ট্র

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে