Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ৮ এপ্রিল, ২০২০ , ২৫ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-১৮-২০২০

মজুত গ্যাস চলবে মাত্র ১০ বছর

মজুত গ্যাস চলবে মাত্র ১০ বছর

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি - বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চলমান। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৫৮৫ কিলোমিটার অবৈধ বিতরণ পাইপলাইন এবং ১২ লাখ ৪৯ হাজার ৯০০টি গ্যাস বার্নারের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় ১০৪টি মামলা ও ১৪৮টি জিডি করা হয়েছে। এ-সংক্রান্ত অপরাধে জরিমানা করা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৭৬ হাজার ১০০ টাকা।

মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামের লিখিত প্রশ্নের জবাবে নসরুল হামিদ এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জে ৭৮টি স্পটে ১ লাখ ৭৯ হাজার ৩০০ মিটার, মুন্সিগঞ্জে ৯টি স্পটে ৩১ হাজার মিটার, গাজীপুরে ৯টি স্পটে ১৪৫০ মিটার, ঢাকা জেলায় ২৪টি স্পটে ১৮ হাজার ৫০০ মিটার, ঢাকা মহানগরে একটি স্পটে ১হাজার ৪৬০ মিটার অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

মজুত গ্যাস চলবে মাত্র ১০ বছর
হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী দেশে বর্তমানে মোট ১০ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে, যা ২০৩০ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে।

মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দৈনিক ২৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়, এর সঙ্গে ৫৯০ মিলিয়ন ঘনফুট আমদানিকৃত গ্যাস (এলএনজি) মিলিয়ে বর্তমানে দৈনিক ৩১৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে সম্ভাব্য স্থানে গ্যাস কূপ খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

গ্যাস নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গ্রহণ করা পরিকল্পনা অনুযায়ী বাপেক্স ২০১৯-২১ সাল নাগাদ দুটি অনুসন্ধান কূপ, ২০২২-২০৩০ সাল নাগাদ ১৩টি অনুসন্ধান কূপ এবং ২০৩১-২০৪১ সাল নাগাদ ২০টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নিয়েছে। এছাড়া দৈনিক হাজার মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন একটি ল্যান্ড বেইসড এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য পিজিবিলিটি স্টাডি ও টার্মিনাল ডেভেল্পমেন্ট সিলেকশন কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, পেট্রোবাংলার সঙ্গে বিভিন্ন আঞ্চলিক তেল কোম্পানির সম্পাদিত উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) এর আওতায় অগভীর সমুদ্রের ব্লক এস এস ০৪, এস এস ০৯, এস এস ১১ এবং গভীর সমুদ্র অঞ্চলের ব্লক ডিএস ১২ এ নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে অগভীর সমুদ্রের ব্লগ ০৪ এ একটি অনুসন্ধান কূপ খনন শুরু হবে।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি আবিষ্কৃত গ্যাস ফিল্ড ভোলা নর্থ- এ গ্যাস উত্তোলনের জন্য একটি উন্নয়ন কূপ খনন, প্রসেস প্ল্যান্ট স্থাপন এবং পাইপ লাইন নির্মাণের পদক্ষেপ নেয়া হয়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৮ ফেব্রুয়ারি

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে