Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ , ১২ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২৬-২০২০

বাবার জন্য ভোট চাইলেন মেয়ে বুশরা

বাবার জন্য ভোট চাইলেন মেয়ে বুশরা

ঢাকা, ২৭ জানুয়ারি- মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের জন্য ভোট চেয়েছেন তার একমাত্র মেয়ে বুশরা আফরিন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থীর জন্য গতকাল রবিবার সকালে গুলশানের একটি অভিজাত হোটেলে আতিকের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বক্তৃতায় বাবার জন্য ভোট চান মেয়ে বুশরা।

বুশরা আফরিন বলেন, ‘মানুষের সঙ্গে মেশার অসম্ভব ক্ষমতা রয়েছে আমার বাবার। তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। কখনও লুঙ্গি, কখনও গেঞ্জি পরে গান গেয়ে পোষা প্রাণীর সঙ্গে খেলা করেন। আবার কখনও ছোটদের সঙ্গে ক্রিকেট খেলতে মাঠে নেমে যাচ্ছেন। বাবা আসলে এমনই। কাজের প্রতি মনোযোগী এই মানুষটি আমার বিয়ের ঘরোয়া অনুষ্ঠানেও খুব একটা সময় দিতে পারেননি। তার কাছে দায়িত্বটাই আগে।’

বুশরা আফরিন আরও বলেন, ‘আমার বাবা আমাকে ছাড়া আর কাউকে আমার মতো ভালোবাসে না। তিনি যে রকম আমার বাবা, সে রকম একজন নগরপিতাও’।

মেয়ের মুখে প্রশংসা শোনার পর চেয়ার থেকে উঠে এসে মেয়েকে জড়িয়ে ধরেন ঢাকার সাবেক এ নগরপিতা। মেয়ের কপালে চুমু খান ও আদর করেন আতিক। বাবা-মেয়ের এই আবেগঘন মুহূর্ত সবাই করতালি দিয়ে স্বাগত জানান।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/২৭ জানুয়ারি

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে