Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ , ৯ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২৬-২০২০

এখানে প্রভাব বিস্তারের কিছু নেই : তাপস

এখানে প্রভাব বিস্তারের কিছু নেই : তাপস

ঢাকা, ২৬ জানুয়ারি - বিএনপি মনোনীত মেয়রপ্রার্থীর অভিযোগ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, এখানে প্রভাব বিস্তারের কিছু নেই।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর সবুজবাগ, মায়াকানন এলাকায় প্রচারণাকালে এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

প্রভাব বিস্তারসহ একচেটিয়া সুবিধা নেয়ার যে অভিযোগ বিএনপির দক্ষিণের মেয়রপ্রার্থী করেছেন সে প্রসঙ্গে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, এখানে প্রভাব বিস্তারের কিছু নেই। একজন প্রার্থী হিসেবে তারা যে সুবিধা পাচ্ছেন আমিও একই সুবিধা পাচ্ছি। আমরা হেঁটে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।

অপর এক প্রশ্নে তাপস বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমরা অচল ঢাকাকে সচল হিসেবে গড়ে তুলবো। যেখানে নির্দিষ্ট সড়কে নির্দিষ্ট যানবাহন চলাচল করবে। কিছু সড়ক থাকবে যেখানে শুধু ঘোড়ার গাড়ি চলাচল করবে। কিছু সড়ক থাকবে শুধু মানুষের হাঁটার জন্য, আর কিছু সড়কে ভারী যানবাহন এবং হালকা যানবাহন চলাচলের জন্য নির্দিষ্ট থাকবে।

পথসভায় তিনি বলেন, আমরা লক্ষ্য করছি চীনে করোনাভাইরাস নামে একটি রোগ ছড়িয়ে পড়েছে। যারা চীনে যাতায়াত করেন তাদের প্রতি আমার অনুরোধ যেন সতর্ক থাকেন, যাতে এ ভাইরাস ঢাকা বা বাংলাদেশে না আসে। একই সঙ্গে অনুরোধ করব প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সতর্কের পাশাপাশি যাতে তারা আগাম ব্যবস্থা গ্রহণ করেন।

প্রচারণায় আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৬ জানুয়ারি

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে