Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ , ১২ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২৩-২০২০

প্রচারণায় নেমে ৩২৫ কিলোমিটার হেঁটেছেন তাবিথ

প্রচারণায় নেমে ৩২৫ কিলোমিটার হেঁটেছেন তাবিথ

ঢাকা, ২৩ জানুয়ারি - ঢাকার সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর পর থেকে এখন পর্যন্ত উত্তরের ৫৪টি ওয়ার্ডে মোট ৩২৫ কিলোমিটার পথ হেঁটেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এমনটাই দাবি করে তাবিথ বলছেন, এই গণসংযোগে ব্যাপক সাড়াও পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার রায়ের বাজারের প্রেমতলা এলাকা থেকে গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় তিনি এমন কথা জানান।

তাবিথ আউয়াল বলেন, প্রচারণার সময় জনগণের কাছে গিয়েছি। গণসংযোগে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ স্বতস্ফূর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। আমাদের প্রতিপক্ষরা গণজোয়ার দেখে হামলা করছে। এতে কাউন্সিলর প্রার্থীও আহত হয়েছেন।

গেল মঙ্গলবার তাবিথের নির্বাচনী প্রচারণায় হামলা হয়। ওই হামলার বিষয়ে তাবিথ বলেন, সরকারদলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে।

ইসির উদ্দেশে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন পদক্ষেপ নেবেন। আমরা নির্বাচন কমিশনের আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্বিবদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূইয়া, আতাউর রহমান ঢালী, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুম খান রাজেশ, ৩২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৩ জানুয়ারি

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে