Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ , ১১ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২২-২০২০

সেই কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে তাবিথের চিঠি

সেই কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে তাবিথের চিঠি

ঢাকা, ২২ জানুয়ারি- হামলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৯ নম্বর সাধারণ ওয়ার্ডের ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুমের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দেয়া হয়েছে।

বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর এই চিঠি দেন উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

তাবিথ আউয়ালের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার সকালে মুজিব সারোয়ার হামলা চালিয়েছেন। এ ঘটনায় মুজিব সারায়ারের প্রার্থিতা বাতিলসহ উপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি।

বুধবার সকালে তাবিথ আউয়ালের পক্ষে এই চিঠি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরের কাছে জমা দেন বিএনপির স্থায়ীর কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ চার সদস্যের এক প্রতিনিধিদল।

চিঠিতে তাবিথ বলেছেন, ‘২১ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা উত্তর সিটির ৯ নম্বর সাধারণ ওয়ার্ড এলাকা তথা রাজারপাড়া, হরিরামপুর, গোলারটেক, জহুরাবাদ ইত্যাদি এলাকায় পথসভা/ঘরোয়া সভা ও গণসংযোগে যাই। এ সময় আমার নির্বাচনী প্রতিপক্ষ আওয়ামী লীগের আতিকুল ইসলামের কতিপয় উচ্ছৃঙ্খল নেতা-কর্মী-সমর্থক এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুম উপস্থিত থেকে অতর্কিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ওপর, বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ করে।’

এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় থাকে বলেও অভিযোগ করেন তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যরা যদি আইনানুযায়ী আরও সক্রিয় থাকতো, তাহলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না।’

মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর জানিয়েছেন, তাবিথের ওপর হামলার অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/২২ জানুয়ারি

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে