Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ , ৬ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১৬-২০২০

দেশের দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন

দেশের দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন

চট্টগ্রাম, ১৭ জানুয়ারি - বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ছিল ৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার প্রথম দিন। এতে দ্বিতীয়বারের মতো দেশের দ্রুততম মানব হয়েছেন ইসমাইল হোসেন। আর টানা দশম বার মতো দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।

জাতীয় অ্যাথলেটিকসে ইলেকট্রনিকস টাইমিংয়ে মাত্র ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার অতিক্রম করে সোনা জেতেন ইসমাইল হোসেন। আর ১২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন পুরনো মুখ শিরিন আক্তার। সব মিলিয়ে টানা ১০ বারের দ্রুততম মানবী শিরিন জাতীয় অ্যাথলেটিকসে ষষ্ঠ ও সামারে জিতলেন চতুর্থ সোনা।

টার্ফবিহীন অচেনা মাঠে ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৪০ সেকেন্ডে অতিক্রম করে বর্তমান দ্রুততম মানব হাসান মিয়াকে পেছনে ফেলে মুকুটটি নিজের করে নেন নৌবাহিনীর অ্যাথলেট ইসমাইল হোসেন। ২০১৯ সালের ৩০ আগস্ট জাতীয় অ্যাথলেটিকসে হাসান মিয়া নিয়েছিল ১০ দশমিক ৬১ সেকেন্ড।

৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার কো-চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, ঢাকার বাইরে এমন আসর স্থানীয় পর্যায়ের অ্যাথলেটিকসকে চাঙা করবে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৪ বছর পর এবার চট্টগ্রামে আবারও বসেছে অ্যাথলেটিকসের জাতীয় আসর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৪৩তম এ আসরের নাম রাখা হয়েছে ‘মুজিববর্ষ ২০২০ জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা’। এর আগে সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে বসেছিল খেলাধুলার সবচেয়ে বড় এ ইভেন্ট।

১৬ জানুয়ারি শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ৩৬টি ইভেন্টে ৪৫টি সংস্থার চার শতাধিক অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের আসরে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৭ জানুয়ারি

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে