Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ , ৭ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১৪-২০২০

সোজা টিভির শোরুমে ঢুকে গেল গাড়ি!

সোজা টিভির শোরুমে ঢুকে গেল গাড়ি!

সাপ্তাহিক ছুটির কারণে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বন্ধ ছিল রাজধানীর ধানমন্ডি এলাকায় সীমান্ত স্কয়ার শপিং সেন্টার। ফলে মানুষের আনাগোনাও ছিল কম। দুপুরে হঠাৎ বিকট শব্দ হওয়ার পরে দেখা যায় একটি বেপরোয়া গাড়ি সীমান্ত স্কয়ারের প্রবেশপথের পর তিনটি সিঁড়ি বেয়ে ওপরে উঠে গ্লাস ভেঙে ঢুকে গেছে সনি- র‌্যাংগসের শোরুমের ভেতরে।

এতে কোনো প্রাণহানি না ঘটলেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় শোরুমটি। ‘এক্স করলা’ মডেলের গাড়িটির নম্বর প্লেটে ‘ঢাকা-মেট্রো-গ-২১-৫৫৬২’ লেখা ছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেন, গাড়িটি সীমান্ত স্কয়ারে ঢুকে প্রথমে ব্যাক করার (পেছনে নেয়) চেষ্টা করছিল। হয়তো ভুলবশত উল্টো গিয়ার পড়ার কারণে এটি দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে তিনটি সিঁড়ি ছিল। গতির কারণে প্রথম সিঁড়িতে লেগেই গাড়িটি জাম্প করে (সামান্য উড়ে) কাচ ভেঙে শোরুমে ঢুকে যায়।

সনি টিভির সীমান্ত স্কয়ার শোরুমের ম্যানেজার আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শোরুম বন্ধ ছিল। ১২টার সময় সীমান্ত স্কয়ার কর্তৃপক্ষ আমাদের ফোন দেয়। এসে দেখি গ্লাস ভেঙে গাড়িটি শোরুমে ঢুকে গেছে। সবার সাথে কথা বলে জেনেছি যে, চালকের চরম গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে শোরুমের সামনের দিকের (ফ্রন্ট সাইড) পুরো গ্লাসটি ভেঙে গেছে। তবে কোনো মালামালের ক্ষতি হয়নি। মার্কেট কর্তৃপক্ষ গাড়ির মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করেছে। তারা আমাদের ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে।

তবে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, কোনো দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি। এমন কিছু ঘটলে কর্তৃপক্ষের আমাদের জানানোর কথা। আমাদের কেউ ফোন দেয়নি, এমনকি কেউ সাহায্যও চায়নি- জানান খায়রুল।

আর/০৮:১৪/১৫ জানুয়ারি

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে