Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ , ৭ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০৪-২০২০

প্রাক্তন প্রেমিকাসহ একঝাঁক সুন্দরী নিয়ে সালমানের উদ্দাম নাচ

প্রাক্তন প্রেমিকাসহ একঝাঁক সুন্দরী নিয়ে সালমানের উদ্দাম নাচ

মুম্বাই, ০৪ জানুয়ারি - জীবনকে উপভোগ করতে জুড়ি নেই বলিউড ভাইজান সালমান খানের। আর সেই উপভোগে নারীসঙ্গ তার খুবই পছন্দ। ক্যারিয়ারজুড়ে তার বান্ধবীদের তালিকায় চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। দেশি-বিদেশি বান্ধবী জুটিয়েছেন সাল্লু ভাই।

তাদের অন্যতম একজন সঙ্গীতা বিজলানি। যার সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন একসময় বলিউডকে বহু মশলাদার খবরের যোগান দিয়েছে। হঠাৎ করেই ভেঙে যায় সেই সম্পর্ক। বিয়ে করে ফেলেন সঙ্গীতা। বন্ধ হয়ে যায় সালমানের সঙ্গে যোগাযোগ।

তবে সম্প্রতি আবারও তারা কাছাকাছি এসেছেন। গলেছে অভিমানের বরফ। বর্তমানে তারা খুব ভালো বন্ধু। একজন আরেকজনকে উইশ করেন, একে অন্যের খোঁজ নেন। খুব শিগগিরই সালমানের প্রযোজনায় হয়তো নব্বই দশক মাতানো সঙ্গীতাকে সিনেমাতেও দেখা যাবে।

তবে নতুন করে তারা আলোচনায় এসেছেন সালমানের জন্মদিনের পর থেকেই। প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা দিতে তার বাড়িতে ছুটে গেছেন সঙ্গীতা। এরপর সালমানের বাগান বাড়িতেও তাবু গেড়েছেন তিনি। সেখানে আরও অনেকের সঙ্গে নতুন বছর উদযাপনে মেতেছেন।

সেই উদযাপনের একটি নাচের ভিডিও ভাইরাল হয়ে গেছে। যেখানে সঙ্গীতাসহ একঝাঁক সুন্দরীদের সঙ্গে সালমানকে দেখা গেছে উদ্দাম নাচে অংশ নিতে।

সালমান পানভেলের বাগানবাড়িতেই শুরু করেন নতুন বছর। প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি, সহকর্মী সাই মঞ্জরেকর, ডেইজি শাহ, ওয়ারধা নাদিয়াদওয়ালাদের সঙ্গে বাগানবাড়িতেই শুরু হয় তার নতুন বছরের পার্টি।

বাগান বাড়িতে রাখা একটি টেবিলের উপর উঠে তারা নাচতে শুরু করেন। সালমান ও সঙ্গীতাদের সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

এন এইচ, ০৪ জানুয়ারি

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে