Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ , ১৩ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-২৩-২০১৯

আবারও বিয়ে করলেন লাক্স সুপারস্টার চৈতি

আবারও বিয়ে করলেন লাক্স সুপারস্টার চৈতি

ঢাকা, ২৩ ডিসেম্বর - দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন ২০০৮ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ ইসরাত জাহান চৈতি। গেল ৮ অক্টোবর পারিবারিকভাবে তার বিয়ে হয়েছে। আজ সোমবার, ২৩ ডিসেম্বর এই খবর জানান চৈতি।

তার বরের নাম মাহমুদ আরাফাত। তিনি একটি বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে কর্মরত। চৈতির শ্বশুরবাড়ি যশোরে।

চৈতি বলেন, ‘আমাদের দুজনের আগে থেকে পরিচয় ছিল। নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কয়েকটি টিভিসি করেছিলাম। সেখানকার কমিউনিকেশন হেড ছিলেন চৈতির স্বামী মাহমুদ আরাফাত। ওই সূত্রেই আমাদের পরিচয়।

এরপর তৈরি হয় বন্ধুত্ব। যখন দেখলাম সম্পর্কটা ব্যক্তিগত হয়ে উঠছে তখন দুজনেই পরিবারকে জানাই। পরিবারের সম্মতি ও আয়োজনেই বিয়ে হয়েছে।’

একটু তাড়াহুড়ো করেই সবকিছু হয়ে গেল। শুধুমাত্র দুজনের পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।

জীবনের নতুন সঙ্গীকে নিয়ে চৈতি বলেন, ‘সে খুবই শান্ত প্রকৃতির মানুষ। অন্যের কাজকে সম্মান দিতে জানে। বন্ধুর মতো পরামর্শ দেয়। সে আমার অভিনয়ের ভক্ত। পরিচয়ের আগে থেকেই সে আমার নাটক নিয়মিতই দেখতো। আমরা ভালো আছি। সবার দোয়া চাই।’

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৮ অক্টোবর ব্যবসায়ী শাওন রায়কে বিয়ে করেন তিনি। বনিবনা না হওয়ায় তিন বছরের মাথায় সেই দাম্পত্য জীবন ভেঙে যায়। সেই অতীতকে বিদায় দিয়ে নতুন জীবনের প্রত্যাশায় চার বছর পর একই তারিখে দ্বিতীয় বিয়ে করলেন চৈতি।

এন এইচ, ২৩ ডিসেম্বর

মডেলিং

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে