DESHEBIDESHE
টরন্টো, শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ , ৩০ অগ্রহায়ণ ১৪২৬
গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)
আপডেট : ১১-০৬-২০১৩
অ্যাপলের নতুন রেড ম্যাক প্রো
ক্যালিফোর্নিয়া, ৬ নভেম্বর- টেক জায়ান্ট অ্যাপলের কম্পিউটার ‘ম্যাক প্রো’র বিশেষ একটি ভার্সন ডিজাইন করেছেন প্রতিষ্ঠানটির ডিজাইন গুরু জনি আইভ। নির্মিত নতুন ডিজাইনের লাল রংয়ের ম্যাক প্রোটি নভেম্বরে নিলামে উঠবে, যার অর্থ দাতব্য কাজে ব্যয় হবে।
প্রযুক্তিভিত্তিক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্ডাস্ট্রি ডিজাইনার মার্ক নিউসনের সঙ্গে আইভ বিশেষভাবে নির্মিত রেড ম্যাক প্রোটি ২৩ নভেম্বর সোথবির নিলামে উঠতে যাচ্ছে। ডিভাইসটিতে নতুন কয়েকটি ফিচার যুক্ত করেছেন আইভ।
সোথবির ওয়েবসাইট অনুযায়ী, নতুন এই ম্যাকপ্রোটির বিক্রয়মূল্য হবে ৪০ থেকে ৬০ হাজার মার্কিন ডলার। বিশেষ এই ম্যাক প্রো থেকে অর্জিত অর্থ বিশ্বব্যাপী এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়ার চিকিৎসার জন্য তহবিলে জমা করা হবে বলে জানা গেছে।
Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper