Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ , ৬ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-০৯-২০১৯

উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আজ

উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আজ

ঢাকা, ০৯ ডিসেম্বর - দুই দিনব্যাপী উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আজ। সোম ও মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলবে এ সম্মেলন।

বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও সামাজিক সংগঠন ‘রূপান্তর’ যৌথভাবে এ সম্মেলনের আয়োজনে করেছে।

এতে বিভিন্ন দেশ থেকে প্রায় ৫৫০ জন অংশগ্রহণ করবেন। সম্মেলনে মূলত জঙ্গিবাদ ও উগ্রবাদবিষয়ক নানা গবেষণা তুলে ধরা হবে। এসব নিয়ে সরাসরি কাজ করছেন এমন কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

সোমবার বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন সারমিন চৌধুরী। সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলামও উপস্থিত থাকবেন।

দ্বিতীয় দিন মঙ্গলবার উগ্রবাদবিরোধী নানা সুপারিশগুলো তুলে ধরবে বিভিন্ন এনজিও, সিটিটিসিসহ নানা সংগঠন। এদিন দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৯ ডিসেম্বর

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে