Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ , ১৩ মাঘ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-০৭-২০১৯

আইসিসির শতবর্ষ উদযাপনে ঢাকায় সম্মেলন শুরু ১০ ডিসেম্বর

আইসিসির শতবর্ষ উদযাপনে ঢাকায় সম্মেলন শুরু ১০ ডিসেম্বর

ঢাকা, ০৭ ডিসেম্বর - ইন্টারন্যাশনার চেম্বার অব কমার্সের (আইসিসি) শতবর্ষ ও আইসিসি বাংলাদেশের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করবেন। আইসিসি বাংলাদেশ, ইউএনএসকাপ, টিএফপি এবং লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করবে।

বিভিন্ন দেশের ৪ শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন।

শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রসারে এই সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট উসামা তাসির, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৭ ডিসেম্বর

ঢাকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে