Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ , ১৩ মাঘ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-০৬-২০১৯

বিদেশি নয় বাংলাদেশিদের ওপর ভরসা চট্টগ্রাম কোচ নিক্সনের

বিদেশি নয় বাংলাদেশিদের ওপর ভরসা চট্টগ্রাম কোচ নিক্সনের

ঢাকা, ০৭ ডিসেম্বর - দেখতে দেখতে চলে এলো বিপিএল। দলগুলো তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জোরেসোরে। এবারের বিপিএলে সাত দলের ছয়টিতেই হেড কোচ বিদেশি। এর মধ্যে সবার আগে ঢাকায় চলে এসেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ কোচ পল নিক্সন।

এসে আবার শিষ্যদের নিয়ে মাঠেও নেমে পড়েছেন এই কোচ। মিরপুর একাডেমি মাঠে পল নিক্সন অনেকটা সময় কাটিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলোয়াড়দের সঙ্গে।

প্রথমদিনের অভিজ্ঞতা নিয়ে এই কোচ বলেন, ‘এটা দারুণ। ছোট এই গ্রুপটার ছেলেদের যে উদ্যম আর স্পৃহা দেখলাম, দুর্দান্ত। আমরা বেশ কয়েকজন ভালো খেলোয়াড় পেয়েছি। যেভাবে দলের ভারসাম্য করা হয়েছে, আমি রোমাঞ্চিত। তাদের ম্যাচ নিয়ে ভালো আইডিয়া আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। দারুণ কিছু খেলোয়াড় পেয়েছি, আমি রোমাঞ্চিত।’

৪৯ বছর বয়সী সাবেক এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যানের কোচিংয়ে এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, জুবায়ের হোসেন লিখনরা। বিদেশি হিসেবে পরে যোগ দেবেন ক্রিস গেইল, কেরসিক উইলিয়ামস, ইমাদ ওয়াসিম, রায়াদ এমরিত, লেন্ডল সিমন্সরা।

তবে বিদেশিদের নয়, বাংলাদেশি খেলোয়াড়দেরই ম্যাচ উইনার হিসেবে দেখতে চান নিক্সন। তার ভাষায়, ‘প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জিং। টপ ক্রিকেটে ব্যবধান খুব কম থাকে। যারা চাপের মুখে নিজেদের খেলাটা খেলতে পারবে, তারাই জিতবে। আমি তো আসার পর শুধু দলের সবার সঙ্গে কথা বললাম। আমাদের স্থানীয় খেলোয়াড়রা যাতে নিজেদের ম্যাচ উইনার হিসেবে বিশ্বাস করে সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা তাদের জন্য দারুণ সুযোগ।’

ইংল্যান্ডের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানালেন তাদের দলের লক্ষ্য কি? জয়ের বিকল্প ভাবনার সুযোগই দেখছেন না তিনি, ‘আমাদের জিততে হবে। আমরা জিততে চাই, আপনারা তো সেটাই চাইবেন। এটার জন্যই আমরা পরিশ্রম করছি, সকাল বেলা ঘুম থেকে উঠছি। তবে যত দিন যাবে আমাদের পরিকল্পনাও বের হবে। আমাদের স্মার্ট হতে হবে। টি-টোয়েন্টি খেলাটাই স্মার্টদের জন্য। ব্যাট আর বল করার দারুণ জায়গা এটা। আমরা বাংলাদেশের দারুণ কিছু খেলোয়াড় পেয়েছি। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৭ ডিসেম্বর

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে