Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ , ৬ মাঘ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-০৪-২০১৯

কুমিল্লায় বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান


কুমিল্লায় বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত

কুমিল্লা, ০৫ ডিসেম্বর- কুমিল্লা বিবির বাজার আইসিপির বিপরীতে ভারতের শ্রীমান্তপুর এলসিএস নামক স্থানে বুধবার (৪ ডিসেম্বর) বিকালে বিজিবি-বিএসএফ এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, মাদক, হত্যা, অবৈধ অনুপ্রবেশ রোধ কল্পে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৩/১০-এস এর বিপরীতে ভারতের অভ্যন্তরে “শ্রীমান্তপুর এলসিএস” নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিজিবির পক্ষে ১৪ সদস্যের দলের নেতৃত্ব দেন কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ গোলাম ফজলে রাব্বি, পিএসসি এবং প্রতিপক্ষ ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন কমান্ড্যান্ট শ্রী গণেশ কুমার।

বিষয়োক্ত সমন্বয় সভায় বাংলাদেশ পার্শ্বে বিবির বাজার আইসিপি ও ভারতীয় পার্শ্বে শ্রীমান্তপুর এলসিএস এর উন্নয়নমূলক কাজসহ সীমান্ত হত্যা,অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। পরিশেষে বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে উভয় ব্যাটালিয়ন কমান্ডারের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমন্বয় সভা শেষ হয়।

সূত্র : বিডি২৪লাইভ
এন কে / ০৫ ডিসেম্বর

কুমিল্লা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে