Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ , ৫ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-০১-২০১৯

এক হাসপাতালে জন্ম নিল ১২ জোড়া জমজ শিশু!

এক হাসপাতালে জন্ম নিল ১২ জোড়া জমজ শিশু!

এক জোড়া নয়, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মোট ১২ জোড়া জমজ শিশু জন্ম নিয়েছে। যুক্তরাষ্ট্রের কানসাস শহরের সেইন্ট লুকস হসপিটাল হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

সেইন্ট লুকস হসপিটাল কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনোদিনই একই সময়ে এত জমজ শিশুর জন্ম হয়নি। নবজাতকদের ছবি তোলার বিশেষায়িত প্রতিষ্ঠান ‘ফেসেস ইউ লাভ’-এর আলোকচিত্রী হেলেন র‍্যানসম তাদের ছবি তুলেছেন। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়ে গেছে।

হাসপাতালটির নার্স ড্যানিয়েল গ্যাদারস সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমাদের এখানে মাঝে মাঝে একই সময়ে কয়েক জোড়া শিশু জন্ম নেয়। কিন্তু একসঙ্গে এত জমজ কখনও দেখিনি।’


১২ জমজের সবাই নির্ধারিত দিনের চেয়ে পাঁচ থেকে ১৪ সপ্তাহ আগে ভূমিষ্ঠ হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে পর্যায়ক্রমে বাসায় নেয়ার অনুমতি দেয়া হবে। তবে নতুন মা হওয়া আমান্ডা টল্লিফার ক্রিসমাসের (২৫ ডিসেম্বর) আগেই সন্তানদের ঘরে নিয়ে ফিরতে চাইছেন।

জমজগুলোর পরিবারের সবাই মিসৌরি ও কানসাস অঙ্গরাজ্যের। হাসপাতালটির নার্স কায়লা অ্যান্ডারসন এবিসি অ্যাকশন নিউজকে বলেন, ‘আমরা আসলে হীরের টুকরোগুলোর যত্ন নিতে ব্যস্ত। এখন ১২ জোড়া জমজসহ অন্য শিশুদের নিয়ে কঠিন ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি।’

এক জমজের মা জেনা ও বাবা টেইলর হাসপাতালটির প্রশংসা করেছেন। টেইলর বলেন, সেইন্ট লুকসের সবাই খুব ভালো।

আর/০৮:১৪/০২ ডিসেম্বর

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে