Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-০১-২০১৯

শীতে অগ্নিকাণ্ড রোধে চট্টগ্রামে পদযাত্রা

শীতে অগ্নিকাণ্ড রোধে চট্টগ্রামে পদযাত্রা

চট্টগ্রাম, ০১ ডিসেম্বর - আসন্ন শীত মৌসুমে অগ্নিকাণ্ড নিয়ে সচেতনতা তৈরির লক্ষে পদযাত্রা ও প্রচারপত্র বিলি করেছে নাগরিক উদ্যোগ নামক একটি সংগঠন। এতে অংশ নিয়ে অগ্নিকাণ্ড রোধে আগাম সতর্কতা অবলম্বন করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

রোববার (১ ডিসেম্বর) নগরের কোতোয়ালী মোড় থেকে এ নাগরিক পদযাত্রা শুরু হয়ে পাথরঘাটা ব্রিক ফিল্ড রোড চত্বরে গিয়ে শেষ হয়।

খোরশেদ আলম সুজন বলেন, 'সভ্যতার একটি অনস্বীকার্য আবিষ্কার হলো আগুন। প্রাচীন সমাজে আগুনের আবিষ্কার মানুষকে নতুন দিনের সূচনা এনে দিয়েছিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে আগুন একটি অপরিহার্য উপাদান। কিন্তু এর একটু ভুল ব্যবহার এবং অসচেতনতার কারণে ঘটে যেতে পারে চরম দুর্ঘটনা, যা বয়ে বেড়াতে হয় আজীবন। সামনে আসছে শুষ্ক মৌসুম। প্রতিবছরই এ মৌসুমে আগুন লেগে জনসাধারণের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমরা একটু সচেতন হলেই কিন্তু আগুনের ভয়াবহতা থেকে নিজেকে এবং প্রতিবেশীকে বাঁচাতে পারি। আমাদের মনে রাখতে হবে, আগুন শুধু ধ্বংসই করে না, মানুষের মৃত্যুও ডেকে আনে।'

এ সময় সংগঠনটির পক্ষ থেকে নাগরিকদের জন্য ১২ দফা করণীয় তুলে ধরা হয়।

উল্লেখযোগ্য দফাগুলো হলো- ঘরের বৈদ্যুতিক সংযোগ এবং সার্কিট অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা নিয়মিত পরীক্ষা করা, রাতে ঘুমোতে যাওয়ার আগে গ্যাসের চুলা বন্ধ আছে কি না পরীক্ষা করা, শিশুদের কাছ থেকে দিয়াশলাই এবং লাইটার নিরাপদ দূরত্বে রাখা, শীতকালে কোনো অবস্থাতেই গ্যাসের চুলার ওপর ভেজা কাপড়, ন্যাকড়া শুকাতে না দেয়া, যেসব দোকানে গ্যাসের সিলিন্ডার বিক্রয়ের অনুমতি নেই সেসব দোকানদাররা তা বিক্রয় থেকে বিরত থাকা, অগ্নিকাণ্ডে থেকে প্রাথমিক রক্ষা পেতে বাসা বাড়িতে পর্যাপ্ত পানি, বালি এবং অগ্নি নির্বাপক সরঞ্জাম প্রস্তুত রাখা।

পদযাত্রা থেকে বিদ্যুৎ, ওয়াসা ও গ্যাস ডিস্ট্রিবিউশনসহ নগরে সেবা দানকারী বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে নিয়মিত তাদের সঞ্চালন লাইন পরীক্ষা-নিরীক্ষা করার অনুরোধ জানানো হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, রাজনীতিবিদ মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, নাগরিক উদ্যোগের সদস্য সচিব মো. হোসেন, সাইদুর রহমান চৌধুরী, মো. নিজাম উদ্দিন, নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক সুমন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক শওকত হোসাইন প্রমুখ।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০১ ডিসেম্বর

চট্টগ্রাম

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে