Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ , ১৪ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-৩০-২০১৯

কিছু জিনিস গোপন রাখাই ভালো : ধোনির অবসরের ব্যাপারে গাঙ্গুলি

কিছু জিনিস গোপন রাখাই ভালো : ধোনির অবসরের ব্যাপারে গাঙ্গুলি

নয়া দিল্লী, ০১ ডিসেম্বর- ‘ভাই, জানুয়ারি পর্যন্ত কিছু জিজ্ঞেস করো না’- সম্প্রতি ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে খানিক বিরক্ত হয়েই এ উত্তরটা দিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি।

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই তিনি দলের সঙ্গে নেই। খেলেননি কোনো ঘরোয়া ম্যাচও। ধারণা করা হয়েছিল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে হয়তো ফিরবেন ধোনি। সে লক্ষ্যে অনুশীলনও শুরু করেছিলেন তিনি।

কিন্তু ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে বা টি-টোয়েন্টি- কোনো স্কোয়াডেই রাখেননি ধোনিকে। যার ফলে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা, বেড়েছে গুঞ্জন। তাহলে কি ধোনির ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড? আর কখনোই আকাশী নিল জার্সিতে মাঠে নামবেন না এ কিংবদন্তীতুল্য অধিনায়ক?

এমন সব প্রশ্ন ভারতের ক্রিকেটে গত কয়েক মাস ধরেই ঘুরছে। যা শেষতক গিয়ে ঠেকলো দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে। তিনি জানিয়েছেন ধোনির ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে বোর্ডের। তবে সেটি গণমাধ্যমে জানাতে রাজি হননি গাঙ্গুলি।

নিজ দেশের সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটের মহারাজ বলেন, ‘না না (ধোনিকে নিয়ে কোনো ধোঁয়াশা নয়। আমাদের স্পষ্ট ধারণা রয়েছে এ বিষয়ে। কিন্তু কিছু জিনিস নিশ্চয়ই আপনি খোলামেলা কোনো গণমাধ্যমে বলতে পারবেন না।’

গাঙ্গুলি আরও বলেন, ‘ধোনি, ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের মধ্যে স্বচ্ছতা রয়েছে। ভারতের জন্য ধোনি একজন অবিশ্বাস্য ক্রীড়াবিদ। আপনি যখন এমন একজন চ্যাম্পিয়নের ব্যাপারে আলোচনা করবেন, তখন কিছু জিনিস বন্ধ দরজার ভেতরেই থাকা উচিৎ। তবে আমি নিশ্চিত করছি, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই স্বচ্ছে এবং প্রত্যেকে জানে তারা কী করছে, কোথায় অবস্থান করছে।’

এর আগে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রি বলেছিলেন, আগামী বছরের আইপিএলই ঠিক করে দেবে ধোনির ক্যারিয়ারের ভবিষ্যত। এ বিষয়ে গাঙ্গুলি বলেন, ‘আমরাও দেখবো সামনে কী হয়। এখনও পর্যাপ্ত সময় আছে। অবশ্যই তিন মাসের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/০১ ডিসেম্বর

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে