Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ , ৬ মাঘ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-৩০-২০১৯

ভোগে নয়, ত্যাগেই হচ্ছে মহত্ত, যুবলীগ নেতাদের বললেন অর্থমন্ত্রী

ভোগে নয়, ত্যাগেই হচ্ছে মহত্ত, যুবলীগ নেতাদের বললেন অর্থমন্ত্রী

কুমিল্লা, ৩০ নভেম্বর- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কী পেলাম, কী পেলাম না, সে চিন্তা নয়, মানুষকে কতটুকু দিতে পারলাম সেটাই হবে রাজনীতিবিদের চিন্তা-ভাবনা। সবাইকে মনে রাখতে হবে ভোগে নয়, ত্যাগেই হচ্ছে মহত্ত।

শনিবার (৩০ নভেম্বর) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সন্ত্রাস, মাদক, দুর্নীতিতে জড়িয়ে পড়া কোন যুবলীগকর্মীর নীতি হতে পারে না। তাই সব সময় সবাইকে মনে রাখতে হবে সততাই সবচেয়ে বড় শক্তি। যুবলীগ নেতাদের বঙ্গবন্ধুর নীতি ও ত্যাগের আদর্শ নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে আগামী বছর ‘মুজিববর্ষ’ উদযাপনকালে সারাদেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বালানোর প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান সরকার। বাংলাদেশের একটি ঘরও অন্ধকার থাকবে না। প্রতিটি ঘরে আলো জ্বলবে।

সমাবেশে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ মোতালেব।

এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক বি.কম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ বি.এ, লালমাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কল্যাণ মিত্র সিংহ রতন প্রমুখ।

সূত্র : পূর্বপশ্চিম
এন কে / ৩০ নভেম্বর

কুমিল্লা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে