Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ , ১১ মাঘ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-৩০-২০১৯

প্রেমপত্র লেখায় শিক্ষার্থীকে হাত-পা বেঁধে শাস্তি দিলেন শিক্ষক

প্রেমপত্র লেখায় শিক্ষার্থীকে হাত-পা বেঁধে শাস্তি দিলেন শিক্ষক

হায়দ্রাবাদ, ৩০ নভেম্বর - শ্রেণিকক্ষে প্রেমপত্র লেখায় দুই শিশুকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে শাস্তি দিয়েছে এক নারী প্রধান শিক্ষক! এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হওয়ার পর ওই শিক্ষকের শাস্তির দাবি জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। শাস্তি পাওয়া ওই দুই ছাত্রের এক জন তৃতীয় ও অন্যজন পঞ্চম শ্রেণিতে পড়ে। তাদের বিরুদ্ধে অভিযোগ, শ্রেণীকক্ষে বসে তারা প্রেমপত্র লিখেছে।

তবে স্কুলটির প্রধান শিক্ষিকা দুই ছাত্রকে বেঁধে রাখার দুটি ভিন্ন কারণ দেখিয়েছেন।

প্রধান শিক্ষিকার অভিযোগ, একজন শ্রেণীকক্ষে বসেই প্রেমপত্র লিখছিল আর অপরজন তার সহপাঠীর জিনিস কেড়ে নিয়েছে। তাই তাদের শাস্তি দেওয়া হয়।

তবে দড়ি দিয়ে বেঁধে রাখার ব্যাপারে প্রধান শিক্ষিকা বলেন, ‘আমি ওদেরকে বেঁধে রাখিনি। ওদের মায়েরাই তাদেরকে বেঁধে রাখে।’

কিন্তু স্কুলের ভেতরে কেমন করে দুজন শিক্ষার্থীকে বেঁধে রাখতে দেওয়া হলো এমন প্রশ্ন করা হলে প্রধান শিক্ষিকা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি।

অচ্যুতা রাও নামে এক সমাজকর্মী বলেছেন, ‘বিষয়টি যদি একটু অন্যভাবে দেখি। তাহলে সরকারি স্কুলের বাচ্চারা ঠিক মতো ছুটির আবেদনপত্র লিখতে পারে না। সেখানে এক জন যদি প্রেমপত্র লিখতে পারে, সেটা আমার কাছে খুশির খবর।’

অন্ধ্রপ্রদেশের শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান জি হৈমবতী বলেছেন, ‘আমার সঙ্গে জেলা প্রশাসক ও পৌর কমিশনারের কথা হয়েছে। বিষয়টির তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ নভেম্বর

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে