Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ , ৮ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-২৭-২০১৯

যে ১০ বিশ্ববিদ্যালয় থেকে পাস করলেই কয়েক লাখ ডলার বেতনের চাকরি

যে ১০ বিশ্ববিদ্যালয় থেকে পাস করলেই কয়েক লাখ ডলার বেতনের চাকরি

পেশাগত জীবনের শুরুতে কেউ অর্ধকোটি টাকা বেতন পেলে অবাক হওয়ার মতোই খবর। আমেরিকার বেশ কয়েকটি নামিদামি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখান থেকে কেউ পাস করলেই এমন বড় অঙ্কের বেতনের চাকরি মেলে।

ইউএস নিউজের তথ্যানুসারে, বিশ্বের কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে শিক্ষার্থীরা ৪৩ লাখ ৯৩ হাজার ৪৫৬ টাকারও বেশি বেতন পাচ্ছেন।

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি

জর্জিয়া টেক নামে পরিচিত জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত। ইউএস নিউজ-এর বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে জর্জিয়া টেক ৩৫তম স্থানে রয়েছে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে জর্জিয়া প্রদেশের শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতে হবে ১২,৪২৪ ডলার (টাকা ১০,৫৪,০৭৬) ও অন্য প্রদেশের শিক্ষার্থীদের খরচ হবে ৩৩,০২০ ডলার (টাকা ২৮,০১,৪৮১)।

আর এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করে চাকরিতে ঢুকলে শুরুতেই বেতন ৬৮,১০০ ডলার (টাকা ৫৭,৭৭,৭৩৮)।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। দেশটির পুরনো চারটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম এটি। ১৭৪৬ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। র‌্যাংকিংয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতে হবে ৪৭,১৪০ ডলার (টাকা ৩৯,৯৯,৪৫০)। এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করে চাকরিতে ঢুকলে শুরুতেই বেতন ৬৮,৪০০ ডলার (টাকা ৫৮,০৩,১৯০)।

রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এই বিশ্ববিদ্যালয়ে পড়তে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতে হবে ৫৩ হাজার ৮৮০ ডলার (টাকা ৪৫,৭১,২৮৫)।

এখান থেকে পাস করে চাকরিতে ঢুকলে ৬৮,৪০০ ডলার (টাকা ৫৮,০৩,১৯০) বেতন পাবেন শুরুতে।

ওয়ার্সেস্টার পলিটেকনিক ইনস্টিটিউট

এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব নিউ ইংল্যান্ড প্রদেশে অবস্থিত। র‍্যাংকিংয়ে অবস্থান ৫৯তম। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতে হবে ৫০,৫৩০ ডলার (টাকা ৪২,৮৭,০৬৪)।

এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করে চাকরিতে ঢুকলে শুরুতেই বেতন ৬৮,৮০০ ডলার (টাকা ৫৮,৩৭,১২৭)।

স্টিভেন্স ইনস্টিটিউট অব টেকনোলজি

র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৭০তম। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতে হবে ৫২,২০২ ডলার (টাকা ৪৪,২৮,৯২০)। এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করে চাকরিতে ঢুকলে শুরুতেই বেতন ৬৯,০০০ ডলার (টাকা ৫৮,৫৪,০৯৫)।

কলোরাডো স্কুল অব মাইনস

বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার জন্য কলোরাডো স্কুল অব মাইনসের তুলনা হয় না। এটি একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৮০তম। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে কলোরাডো শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতে হবে ১৮,৯৬৪ ডলার (টাকা ১৬,০৮,৯৪৩)। এখান থেকে পাস করে চাকরিতে ঢুকলে শুরুতেই বেতন ৬৯,৭০০ ডলার (টাকা ৫৯,১৩,৪৮৫)।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। র‍্যাংকিংয়ে অবস্থান সপ্তম। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতে হবে ৫১,৩৫৪ ডলার (টাকা ৪৩,৫৬,৯৭৪)। আর পাস করে চাকরিতে ঢুকলে শুরুতেই বেতন ৭০,৭০০ ডলার (টাকা ৫৯,৯৮,৩২৭)।

কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়টি পেনসিলভানিয়ায় অবস্থিত। র‍্যাংকিংয়ে অবস্থান ২৫তম। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতে হবে ৫৫,৪৬৫ ডলার (টাকা ৪৭,০৫,৭৫৯)। পাস করে চাকরিতে ঢুকলে শুরুতেই বেতন ৭১ হাজার ৬০০ ডলার (টাকা ৬০,৭৪,৬৮৫)।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি

বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব নিউ ইংল্যান্ড প্রদেশে অবস্থিত। রংকিংয়ে অবস্থান তৃতীয়। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতে হবে ৫১,৮৩২ ডলার (টাকা ৪৩,৯৭,৫২৮)। পাস করে চাকরিতে ঢুকলে শুরুতেই বেতন ৭৯,৮০০ ডলার (টাকা ৬৭,৭০,৩৮৯)।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি

বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। র‍্যাংকিংয়ে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১২তম। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এখানে পড়তে শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতে হবে ৫২,৩৬২ ডলার (টাকা ৪৪,৪২,৪৯৫)। পাস করে চাকরিতে ঢুকলে শুরুতেই বেতন ৮১,০০০ ডলার (টাকা ৬৮,৭২,১৯৯)।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৭ নভেম্বর

শিক্ষা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে