Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ , ৭ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-২৪-২০১৯

ভারত থেকে অনুপ্রবেশকালে বেনাপোলে আটক ৩২

ভারত থেকে অনুপ্রবেশকালে বেনাপোলে আটক ৩২

যশোর, ২৪ নভেম্বর - ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোববার ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩২ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

আটককৃতদের মধ্যে ১৭ পুরুষ, ১৩ নারী ও দুজন শিশু রয়েছেন। এদের বাড়ি বাগেরহাট, মুন্সীগঞ্জ ও মোড়লগঞ্জের বিভিন্ন এলাকায় বলে দাবি করেছেন আটক ব্যক্তিরা।

৪৯ বিজিবির বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হোসেন জানান, ভারত থেকে অবৈধপথে বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে, এমন গোপন সংবাদ পাওয়া যায়।

বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে অভিযান চালিয়ে ১৭ পুরুষ, ১৩ নারী ও দুই শিশুকে আটক করেন।

আটক জরিনা বেগম (৩৫) জানান, দীর্ঘদিন ধরে তারা ভারতের ব্যাঙ্গালুরুর শহরে বসবাস করে আসছেন। তারা সেখানকার বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। সেখানকার পুলিশ তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে আটক করে। দেশে ফেরত পাঠায়।

অন্যদিকে আটক আলমগীর খান (৪৫) বলেন, আমরা একই পরিবারের সাতজন দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালুরুরে বসবাস করছিলাম। সেখানে স্ত্রী, বোনসহ আমরা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করি। ভারতীয় পুলিশ তাদের ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশে ফিরে যেতে বলে। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে তুলে দেয়। তারাই ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় এবং পরে বিজিবি আমাদের আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। তবে যাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে, তারা সবাই মুসলমান।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৪ নভেম্বর

যশোর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে