কলকাতা, ২২ নভেম্বর- ঐতিহাসিক টেস্টে ইশান্ত শর্মার করা ২২তম ওভারের চতুর্থ বল সরাসরি এসে লিটনের মাথায় আঘাত হানে। হেলমেট থাকায় বড় ধরনের কোনো ক্ষতি হয় না হলেও মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন লিটন। উইকেটে আর কোনো স্বীকৃত ব্যাটসম্যান থাকলেন না, বাংলাদেশ দলের সামনে বড় চ্যালেঞ্জ এখন ১০০ পার করা।
এর আগে, কলকাতার ইডেন গার্ডেনসে ঐতিহাসিক গোলাপি বলে দিবা-রাত্রির টেস্টের শুরুতে ধসে গেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। এরপর ডাক মেরে ফেরেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। পরেই ফিরে যান দলকে ভরসা দেওয়া সাদমান। ক্রিজে দাঁড়াতে পারেননি মাহমুদুল্লাহও। বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৪ রানে ব্যাট করছে। লিটন দাস ও নাঈম হাসান ক্রিজে আছেন।
ওপেনার সাদমান ইসলাম ২৯ রানে আউট হয়েছেন। এর আগে ইমরুল কায়েস ৪ রান তুলে ইশান্ত শর্মার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন। রিভিউ নিয়ে একবার বেঁচে যান তিনি। পরেরবার রিভিউ নিয়েও রক্ষা হয়নি। অধিনায়ক মুমিনুল হক ৭ বলে শূন্য করে উমেশ যাদবের বলে কাটা পড়েন। মিঠুনকেও বোল্ড করেন যাদব। এরপর শামির বলে বোল্ড হয়ে ফেরেন মুশফিক।
সূত্র: বিডি২৪লাইভ
আর/০৮:১৪/২১ নভেম্বর