Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ , ২৫ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-২১-২০১৯

মহিলা দলের কার্যক্রম নিষিদ্ধ

মহিলা দলের কার্যক্রম নিষিদ্ধ

ঢাকা, ২১ নভেম্বর- বিএনপির নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মকাণ্ড সাময়িক ‘নিষিদ্ধ’ করেছে দলটির হাইকমান্ড। এ কারণে ২০ নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন দলীয় কার্যালয়ে করতে পারেনি সংগঠনটি।

তবে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস শাজাহানপুরের বাসায় ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ তার গুলশানের বাসায় নিজ নিজ অনুসারীদের নিয়ে পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন। আফরোজা আব্বাসের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও অংশ নেন বলে সূত্রে জানা গেছে। নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির সাবেক একজন মহিলা এমপি বলেন, গত ১৬ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি নির্ধারণ করতে বিকালে বৈঠকে বসেছিলেন মহিলা দলের নেত্রীরা। ওই বৈঠকে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বক্তব্য দিতে গেলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বাধা দিলে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তুমুল হট্টগোল হয়।

এক পর্যায়ে আফরোজা আব্বাসের অনুসারীরা সুলতানাকে টেনে হিচড়ে কার্যালয় থেকে নামিয়ে দেয়। এই নিয়ে মহিলা দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। তাই সমাধান না হওয়া পর্যন্ত মহিলা দলের সবধরনের সাংগঠনিক কর্মকান্ড নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাময়িক নিষিদ্ধ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানতে চাইলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, এমন কিছু তো হয়নি। আর এধরণের কোন নোটিশও আমাদের কাছে আসেনি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন কে / ২১ নভেম্বর

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে